ভারতের অনেকগুলো ব্যাংকের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যাংক এখন বন্ধন ব্যাংক এটা নিঃসন্দেহে বলা যায়। সবচেয়ে ক্ষুদ্র লোনের সুবিধা দিয়ে গ্রাম বাংলার প্রান্তিক এলাকার জনগোষ্ঠীর পাশে সহজে পৌঁছে গিয়েছে এই ব্যাংক। তাই বন্ধন ব্যাংক এর জনপ্রিয়তা বেড়েছে রকেট গতিতে। বন্ধন ব্যাংক অল্প পরিমাণ লোনের সুবিধা দিয়ে থাকে যাকে বলা হয় মাইক্রো লোন।
মানুষের বিভিন্ন সময় বিপদে-আপদে টাকার প্রয়োজন হয়। আমাদের জীবনযাত্রার আয় রোজগার যতটুক হয় তার চেয়ে চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় তার ফলে কারো কাছ থেকে টাকা ধার নিতে হয় বা লোন নেয়ার চিন্তা মাথায় আনতে হয়। আপনি চাইলে এই ব্যাংক থেকে ১ হাজার টাকাও লোন নিতে পারবেন।
বন্ধন ব্যাংক লোন আপনি চাইলে খুব সহজেই নিতে পারবেন। বন্ধন ব্যাংক বিগত কয়েক বছরের মধ্যে গরিব মানুষের বিভিন্নভাবে লোন দিয়ে সাহায্য করেছে। বিশেষ করে তারা গ্রাম বাংলার গরীব বেকার ও মহিলাদের জন্য বিভিন্ন লোনের স্কিম নিয়ে এসেছে। বন্ধন ব্যাংক লোন নেয়ার ক্ষেত্রে কেমন কোন জটিলতা নেই। তবে অবশ্যই ব্যাংকের কিছু না কিছু নীতিমালা রয়েছে।
বন্ধন ব্যাংক লোন
প্রিয় পাঠক আজকে আমি এই পোস্টে বন্ধন ব্যাংক লোন সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের মাঝে শেয়ার করব। যেমন, এই ব্যাংক আপনাকে কত টাকা লোন দেবে,লোনের সুদের হার কত,কত দিনের মধ্যে আপনি এই লোন পাবেন,কোন কোন খাতে এই লোন দেয়া হয়,লোন পেতে কি কি লাগে সবকিছু A টু Z বিস্তারিত আলোচনা করবো। আশা করি যারা এই ব্যাংক থেকে লোন নেয়ার কথা ভাবছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। প্রিয় পাঠক, চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ব্যাংক থেকে লোন নিতে হয়।
বন্ধন ব্যাংক লোন সিস্টেম
বন্ধন ব্যাংক বিভিন্ন খাতে লোনের সুবিধা দিয়ে থাকে। কোন কোন খাতের লোন দেয় তার নিচে বিস্তারিত দেয়া হলো।
১. মাইক্রো লোন (Micro Loan)
(ক) সূচনা লোন (খ) সৃষ্টি লোন (গ) সুবৃদ্ধি লোন (ঘ) সুরক্ষা লোন (ঙ) সুশিক্ষা লোন\
২. পার্সোনাল লোন (Personal Loan)
৩. হোম লোন (Home Loan)
৪. গোল্ড লোন (Gold Loan)
৫. বিজনেস লোন (Business Loan)
৬. টু- হুইলার শোন (Two-wheeler Loan)
৭. গাড়ি লোন (Car Loan)
আজকে আমি শুধুমাত্র মাইক্রো লোন, পার্সোনাল লোন ও হোম লোন নিয়ে আলোচনা করবো কারন সবগুলো লোন নিতে বিস্তারিত আলোচনা করতে গেলে পোস্টটি অনেক বড় হবে। তাছাড়া বাকি লোনগুলোর প্রসেসটাও মূলত একি।
বন্ধন ব্যাংক সূচনা লোন
বন্ধন ব্যাংকের মাইক্রোলোনের অধীনে সূচনা লোনের উদ্দেশ্য হল গ্রামীন সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান সৃষ্টি করা। নারীরা একটি গ্রুপ তৈরি করে সঞ্চয় একাউন্ট হিসাব খুলে এ লোন নিতে পারে। এই লোনের স্কিমের আওতায় সর্বনিম্ন ১০০০ টাকা থেকে শুরু করে সবোর্চ্চ ২৫০০০ টাকা পরিমান এই লোন নিতে পারবেন। ১ বছর মেয়াদি এই লোন দেয় বন্ধন ব্যাংক। এই লোনের সুদের ১৭%। অর্থাৎ আপনি যদি ১০০০ টাকা লোন নেন তাহলে ১ বছর পরে আপনাকে ১১৭০ টাকা পরিশোধ করতে হবে।
বন্ধন ব্যাংক সৃষ্টি লোন
সূচনা লোনের পরের আরেকধাপ সৃষ্টি লোন। এই লোন প্রদান করার উদ্দেশ্য হল মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধি ঘটানো। গ্রামীন নারীদের ব্যবসা বৃদ্ধি সহায়তা করা যাতে তারা আরো ক্ষুদ্র থেকে বৃহৎ কিছু সৃষ্টি করতে পারে। ২ বছর মেয়াদি এই লোনের পরিমাণ সর্বনিম্ন ২৫০০০ টাকা থেকে শুরু করে সবোর্চ্চ ১৫০০০০ টাকা। এই লোনের সুদের হার ১৭.৪৫ শতাংশ। যাদের আগে থেকেই সূচনা লোনের সঞ্চয় একাউন্ট রয়েছে তারা খুব সহজে এই স্কিমের সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও কোন ব্যক্তির ছোট ব্যবসা প্রতিষ্ঠান থাকলে তিনিও সহজে এ লোন নিতে পারবেন।
বন্ধন ব্যাংক সুবৃদ্ধি লোন
এই লোনটি একটু ব্যতিক্রম। সাধারণ গ্রাহকদের জন্য এই লোন উপলব্ধ নয়। যাদের সূচনা,সৃষ্টি অথবা সমৃদ্ধি লোন রয়েছে, সেই লোনগ্রহীতারাই এই লোনের জন্য আবেদন করতে পারবেন। এই লোনের পরিমাণ মোট লোনের অর্ধেক ৫০ শতাংশ। অর্থাৎ আপনি যদি আগে ১,০০০০০ টাকা লোন নিয়ে থাকেন তাহলে আরো ৫০০০০ টাকা নিতে পারবেন। এই লোন আপনাকে মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। আপনি চাইলে এই লোন ১ মাস,৬ মাস ১ বছর অথবা ২ বছরে পরিশোধ করতে পারবেন। এই লোনের সুদের হার ১৭.১৫ %।
বন্ধন ব্যাংক সুরক্ষা লোন
সুরক্ষা লোনের উদ্দেশ্য হলো নারীদের জরুরি চিকিৎসাসেবা সহায়তা করা। যদি পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হন জরুরী চিকিৎসা প্রয়োজন পড়ে তখন এই লোন প্রদান করা হয়। বন্ধন ব্যাংকের গ্রাহক হলে বিনা শর্তে ব্যাংক কর্তৃক এই লোনটি ঘর পর্যন্ত পৌঁছে দেবে। নিচে ১০০০ থেকে শুরু করে সবোর্চ্চ ১৫০০০ টাকা পর্যন্ত লোন পাবেন। এই লোনের সুদের হার ৯.৯৫% । লোনের মেয়াদ ১ বছর।
বন্ধন ব্যাংক সুশিক্ষা লোন
এই লোন শিক্ষার জন্য দেয়া হয়। সুশিক্ষা লোনের উদ্দেশ্য হল দারিদ্র্য নারীদের তাদের সন্তানদেরকে শিক্ষাক্ষেত্রে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য আর্থিকভাবে সহায়তা করা। বিশেষ করে মহিলাদের এই লোনের সুবিধা দেয়া হয়। ১ বছর মেয়াদি এই লোনের পরিমাণ ১০০০ থেকে ১০০০০ টাকা। সুদের হার ৯.৯৫%।
বন্ধন ব্যাংক পার্সোনাল লোন
বন্ধন ব্যাংক পার্সোনাল লোন আপনি খুব খুব সহজে নিতে পারবেন এবং বিরাট অংকে লোন পাবেন। এই ব্যাংক থেকে আপনি নিচে ৫০ হাজার থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তার জন্য আপনাকে বন্ধন ব্যাংক এর কিছু শর্তাবলী মানতে হবে এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আপনি যদি কোন চাকরিজীবী হন তাহলে আপনার বয়স অবশ্যই ২১ বছর হতে হবে। আর যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান অথবা কোন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার বয়স মিনিমাম ২৩ বছর হতে হবে।
বন্ধন ব্যাংক পার্সোনাল লোন আপনি কিভাবে পাবেন ?
Step 1. বন্ধন ব্যাংক পার্সোনাল লোন পেতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তাহলে নিজস্ব ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। আমি ওয়েবসাইটে লিংক দিচ্ছি https://www.bandhanbank.com এখানে প্রবেশ করুন।
Step 2. তারপর হোম পেজ এর পাশে দেখবেন পার্সোনাল লেখা আছে সেখানে ক্লিক করুন।
Step 3. পার্সোনাল পেজে যাবার পরে দেখবেন লোন নামে একটি অপশন আছে উপরে সেখানে ক্লিক করুন। সেখানে বিভিন্ন প্রকার লোন এর ক্যাটাগরি দিয়ে আছে সেখান থেকে পার্সোনাল লোন সিলেক্ট করুন।
Step 4. তারপর নতুন একটি পেজ ওপেন হওয়ার পর সেখানে নাম,ইমেইল আইডি, মোবাইল নম্বর, ঠিকানা, পিনকোড দিয়ে সঠিকভাবে ফরমটি পূরণ করে Agree বাটনে ঠিক ✔️ চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
Step 5. সাবমিট করার পর বন্ধন ব্যাংক আপনার আবেদন ফরমটি ভেরিফাই করবে, সবকিছু যদি ঠিক থাকে খুব শিগগিরই লোন এর ব্যাপারে তারা আপনাকে জানাবে।
বন্ধন ব্যাংক পার্সোনাল লোন পেতে কি কি কাগজপত্র লাগবে ?
১. ব্যাংক কর্তৃক গৃহীত আবেদনপত্র এবং আবেদনকারী সই করা অ্যাপ্লিকেশন ফর্ম।
২. আপনার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদি জমা দিতে হবে।
৩. আপনার স্থায়ী ঠিকানা প্রমাণ পত্র হিসেবে চেয়ারম্যান কর্তৃক সনদপত্র, চারিত্রিক সনপত্র, বৈদ্যুতিক বিল, জাতীয় সনদপত্র, সত্যায়িত হতে হবে।
৪. সিগনেচার প্রমান হিসাবে প্যান কার্ড,পাসপোর্ট দেখাতে হবে।
৫. আবেদনকারী পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৬. ৩ মাসের বেতনের স্লিপ এবং আপনার চাকরির বয়স এক বছরের হতে হবে (সরকারী বা বেসরকারী কর্মচারী ক্ষেত্রে)। আর যদি ব্যবসায়িক বা উদ্যোক্ত হয়ে থাকেন তাহলে ব্যবসার আয় সংক্রান্ত যাবতীয় নথি প্রদান করতে হবে।
এক নজরে বন্ধন ব্যাঙ্ক পার্সোনাল লোন
১. লোনের পরিমাণ : ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা।
২. সুদের হার : বছরে ১৫%
৩. পরিশোধের সময় : ১ বছর থেকে ৩ বছর পর্যন্ত।
৪. প্রসেসিং ফি : লোনের এমাউন্টের উপর ১%
৫. চেক বাউন্সসিং(Bouncing): ৫০০ টাকা
৬. ওভারডিউ চার্জ : ২% EMI
৭. ডুপ্লিকেট NOC : ৩০০ টাকা
৮. ডকুমেন্ট রিট্রাইভাল চার্জ : ৫০০ টাকা।
বন্ধন ব্যাংক হোম লোন
বন্ধন ব্যাঙ্ক ৪ ক্যাটাগরিতে হোম লোন দিয়ে থাকে।
১. সুরক্ষা হোম লোন (Suraksha Home Loan)
২. সাজাভাট হোম লোন (Sajavat Home Loan)
3. সুবিধা হোম লোন (Subida Home Loan)
4. সু- আবাস হোম লোন (Su-Ahbash Home Loan)
বন্ধন ব্যাংক হোম লোন পেতে কি কি কাগজপত্র লাগে ?
বন্ধন ব্যাংক ৪ ক্যাটাগরি হোম লোন পেতে যে প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো নিচে দেওয়া হল।
১. নিজস্ব স্বাক্ষর করা আবেদনকারীর অ্যাপ্লিকেশন ফর্ম।
২. পাসপোর্ট সাইজের সত্যায়িত ফটো।
৩. জাতীয় পরিচয় পত্র।
৪. স্থায়ী ঠিকানা প্রমাণ পত্র
৫. ৩ মাসের বেতনের স্লিপ
৬. আপনার সম্পত্তির দলিল পত্র
৭. ব্যাংক স্টেটমেন্ট লাস্ট ৩ মাসের
বন্ধন ব্যাংক হোম লোনের সুদের হার ও ফি
১. সুদের হার: ৬.৪০%
২. লোনের পরিমাণ: ১০ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত।
৩. লোন পরিশোধের সময়সীমা : সবোর্চ্চ ১৫ বছর
৪. প্রসেসিং ফি: ১% লোনের পরিমানের উপর ৫০০০ টাকা ও ট্যাক্স।
বন্ধন ব্যাংক হোম লোন আবেদন করবেন কিভাবে ?
বন্ধন ব্যাংক হোম লোন আপনি অনলাইন অথবা অফলাইন দুইভাবে আবেদন করতে পারবেন। আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তাদের ওয়েবসাইটের লিঙ্ক হল www.bandhanbank.com । এখানে প্রবেশ করে লোনের অপশনে গিয়ে হোম লোন সিলেক্ট করতে হবে। তারপর নতুন ওয়েব পেজ ওপেন হলে সেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। আরো একবার ভালোভাবে চেক করে সাবমিট করে দিন। এবার ব্যাংক ভেরিফাই করে তারা আপনাকে লোন প্রদানের সম্মতি দেবে।
বন্ধন ব্যাংক হেল্প লাইন ও যোগাযোগ
* ফোন: হেল্পলাইন নাম্বার ১৮০০২৫৮৮১৮১
* ই- মেইল: [email protected]
আপনারা যদি এই ব্যাংকের কোনো লোনের সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা সরাসরি উপরের দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আশাকরি বন্ধন ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই লোনের বিস্তারিত তথ্য হয়তো আপডেট বা পরিবর্তন হতে পারে। বন্ধন ব্যাংক লোন সম্পর্কে যদি কারোর প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।