ডাচ বাংলা ব্যাংক শিক্ষা লোন

জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য গতানুগতির শিক্ষার পাশাপাশি উন্নত ও উচ্চশিক্ষার প্রয়োজন পড়ে। তার জন্য দরকার পড়ে অর্থ। বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে শিক্ষা জীবন ব্যাহত হয়। সেই চেন্তা মাথায় রেখে বেসরকারী ব্যাংক কতৃপক্ষ সহজ শর্তে ছাত্রছাত্রীদের জন্য লোন সুৃবিধা দিয়ে থাকে। তাদের মধ্যে ডাচ বাংলা ব্যাংক একটি। দেশে ও বিদেশে উচ্চ প্রযুক্তিগত শিক্ষা গ্রহন করার উদ্দেশ্যে দেশের সনিাম উজ্জল করার জন্য স্টুডেন্ট লোন দয়া হয়।

দেশের সকল ছাত্র-ছাত্রীদের জন্য এই লোন উন্মুক্ত হলেও বেশিরভাগ ক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহন করার জন্য বিদেশগামী শিক্ষার্থীরাই এই লোন নিয়ে থাকে। ‍ প্রিয় পঠিক,আজকে আমি ডাচ বাংলা ব্যাংক শিক্ষা লোনসহ আরো অন্যান্য ব্যাংকের লোন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। চলুন জেনে নিই কোন কোন বেসরকারি ব্যাংক এই শিক্ষা লোন দিয়ে থাকে।
যেসব বেসরকারি ব্যাংক শিক্ষা লোন দিয়ে থাকে
* ব্র্যাক ব্যাংক

* এইচএসবিসি ব্যাংক

* ইসলামী ব্যাংক লিমিটেড

* ডাচ বাংলা ব্যাংক

* গ্রামীন ব্যাংক

* প্রাইম ব্যাংক

* উত্তরা ব্যাংক

শিক্ষা লোন পাওয়ার যোগ্যতা

দেশের সবগুলো বেসরকারী ব্যাংক মূলত লোন প্রদানের ক্ষেত্রে একি শর্ত দিয়ে থাকে। তারা লোন দেয়ার ক্ষেত্রে প্রথম বিবেচনা করে গ্রাহকের লোন পরিশোধ করার সক্ষমতা আসে কিনা। লোন পরিশোধ কারার সক্ষমতা যে কনো ব্যক্তি ব্যাংক থেকে লোন নিতে পারবে। তবে সাধারনত সরকারি ও বেসরকারী কর্মচারী-কর্মকর্তারা এ লোনের অগ্রাধিকার পেয়ে থাকেন। যাদের বেতন ১৫ থেকে ২০ হাজারের মধ্যে তারা এই সুবিধা রেশি পেয়ে থাকেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসিক আয় কমপক্ষে ৩০ থেকে ৫০ হাজার হতে হরে এবং আয়ের প্রমানপত্র দেখাতে হবে। বাংলাদেশের বসবাসরত ২৫ থেকে ৬৫ বছরের যে কনো নাগরিক এই লোন নিতে পারবে।

শিক্ষা লোন নেয়ার পদ্ধতি

বেসরকারী ব্যাংকগুলো সহজ শর্তে এই শিক্ষা লোন দিয়ে থাকে। সন্তানদের পড়াশোনার জন্য যদি অভিভাবকরা এই লোন নিতে চান তাহলে নিকটস্থ যে কনো ব্যাংকের শাখায় গিয়ে মার্কেটিং ও ক্রেডিট বিভাগে যোগাযোগ করতে হবে। সেখানে দায়িত্বরত কর্মকর্তা লোনের সম্পর্কে আপনাকে বিস্তারিত জানিয়ে দেবে। সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিতে হবে। যেমন-আয়ের প্রমানপত্র,ভিসা ও পাসপোর্ট,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সনদ ইত্যাদি। ব্যাংক কতৃপক্ষ আপনার কাগজপত্র যাচাই-বাচাই করে এই লোনের জন্য অনুমতি দেবে।

ডাচ বাংলা ব্যাংকের শিক্ষা লোন পাওয়ার শর্তসমূহ

* অভিভাবক চাকরিজীবী হলে কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকা ন্যূনতম মাসিক ইনকাম থাকতে হবে।

* ব্যবসায়ী হলে ন্যূনতম আয় মাসিক ইনকাম ৩০ হাজার টাকা থাকতে হবে।

* লোনের জন্য আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২২ বছর হতে হবে।

* লোনের সুদের হার ১২%

* সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষালোন দিয়ে থাকে।

* ১ থেকে ৪ বছরের মধ্যে লোন পরিশোধ করতে হবে।

লোন নেয়ার জন্য যোগাযোগ

প্রধান অফিস

৪৭ মতিঝিল কর্মাশিয়াল এরিয়া

ঢাকা-১০০০,বাংলাদেশ

টেলিফোন-(8802) 47110465, 47115155, 47114795

মোবাইল- 02223354196-8, 02223359229

ইসলামী ব্যাংক লিমিটেড এর শিক্ষালোনের শর্তসমূহ

* ইসলামী ব্যাংক এইচডিএসনামের স্কিমের এক-চতুর্থাংশ ডাউন পেমেন্টনিয়ে লোন দেয় ৷

* প্রতি বছর ১২.৫০ শতাংশ এবং সুপারভিশন চার্জ হিসেবে ২ শতাংশ হারে লোন পরিশোধ করতে হবে ।

* সর্বোচ্চ ২ বছরের মধ্যে মাসিক কিস্তিতে পণ্যের মূল্য পরিশোধ করতে হবে।

লোন পাওয়ার জন্য যোগাযোগ করুন:

ইসলামি ব্যাংক টাওয়ার
৪০, দিলকুশা C/A
ঢাকা-১০০০,বাংলাদেশ

প্রাইম ব্যাংক এর লোন পাওয়ার শর্তসমূহ :

* অভিভাবকের আয় অনুসারে এই লোনের পরিমাণ নির্ধারন করা হয় ।

* প্রাইস ব্যাংক সবোর্চ্চ ১-৩ লাখ টাকা পর্যন্ত লোন দেয়

* লোন পরিশোধের সর্বোচ্চ সময় ২ বছর৷

* শিক্ষাথীকে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে ৷

* শতকরা ১৫ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে।

প্রাইম ব্যাংক লোন নেয়ার জন্য যোগাযোগ করুন:

প্রধান অফিস
আদমজি কোর্ট,এনেক্স ভবন-২,১১ঌ-১২০
মতিঝিল সি/এ, ঢাকা -১০০০
বাংলাদেশ
ফোন – ঌ৫৬৭২৬৫,ঌ৫৬৭০৭৪৭-৮ ( পিএবিএক্স)
ফ্যাক্স- ৮৮০-২-ঌ৫৬৭২৩০,ঌ৫৬০ঌ৭৭

ব্র্যাক ব্যাংক শিক্ষালোনের শর্তসমূহ

* সবোর্চ্চ লোনের পরিমান ৩০ লাখ টাকা।

* জামানত ছাড়া ১০ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারেন।

* লোন পরিশোধের সুদের হার ১৫%

* বিদেশে যাওয়ার প্রয়োজনীয় ডুকুমেন্ট জমা দিতে হবে ৷

* লোন পরিশোধের সময়কাল ১-৪ বছর।

* নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে ৷ৎ

লোন পাওয়ার যোগাযোগ করুন:

বাড়ি # ১,রোড # ১, গুলশান এভিনিউ
গুলশান -১, ঢাকা -১২১২, বাংলাদেশ

এইচএসবিসি ব্যাংক থেকে লোন নেয়ার শর্ত :

* কোনো ধরনের নগদ জামানত দিতে হয় না

* এই লোন পেতে হলে মাসিক ইনকাম ১৫ থেকে ২০ হাজার হতে হবে।

* এইচএসবিসি লোনের সুদের হার ১৮%

* স্টুডেন্ট ফাইল খোলার সুবিধা প্রদান করে থাকে।

লোনের জন্য যোগাযোগ করুন :

প্রধান অফিস
১/১- বি, সোনারগঁাও রোড
ঢাকা- ১২০৫, বাংলাদেশ
ফোন- ০১১৮৮৫৬২৬ (ঋণ শাখ
০১১৮৮৪৭২২ (এইচএসবিসি অফিস)

জেনে রাখুন,শিক্ষা লোন এখন অনেক ব্যাংক প্রদান করে না। যারা শিক্ষা লোন নিতে চান তারা আগে ব্যাংকের সাথে যোগাযোগ করুন। তারা কি শর্তে লোন দেয়,সুদের হার কত,কনো জামানত লাগবে কিনা। লোন কিভাবে পরিশোধ করতে হবে,কয় বছরের মধ্যে পরিশোধ করতে হবে ইত্যাদি খুটিনাটি বিষয় আগে ভালোভাবে জেনে নিন।

Related Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2024 Widedetails - All Rights Reserved