অনলাইন জন্ম নিবন্ধন A টু Z বিস্তারিত

আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে আপনার জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। অনেকে কিভাবে জন্ম নিবন্ধন করাতে হয় জানেন না অথবা নানা ধরনের হয়রানির স্বীকার হতে হয়। আপনার যদি সন্তান থাকে বা অন্য কারোর জন্য জন্ম নিবন্ধন করাতে চান তাহলে আশা করি এই লেখাটি আপনার অনেক উপকারে আসবে। আজকাল ডিজিটাল এই যুগে সবকিছু ঘরে বসে করা যাচ্ছে। তাই আপনারা ঘরে বসে কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই এবং নতুন আবেদন করবেন তার সবকিছু A টু Z বিস্তারিত আলোচনা করবো।

অনলাইন জন্ম নিবন্ধন নতুনদের জন্য আবেদন

জন্ম ও মৃত্যু নিবন্ধন ২০০৪ আইনের অধীনে একজন শিশুর জন্মের পর ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করাতে হয় বা একপ্রকার এটি বাধ্যতামূলক। তবে বিভিন্ন সমস্যার কারনে যদি ৪৫ দিনের মধ্যে করাতে না পারেন আমার পরামর্শ থাকবে আপনি অবশ্যই ৫ বছরের ভিতর করিয়ে নেবেন।

যদি ৫ বছরের ভিতর জন্ম নিবন্ধন না করেন তাহলে আপনি বিরাট ভুল করবেন। এজন্য আপনাকে অনেক দৌড়াদোড়ি করতে হবে,কাজগপত্র লাগবে,টাকা পয়সা বেশি খরচ হবে অনেক ঝামেলায় পড়তে হবে। তাই আপনি যদি নতুন জন্ম নিবন্ধন আবেদন,সংশোধন করাতে চান তাহলে নিচের এই লিঙ্কে যান । নিচের ছবিটি দেখুন।

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন

এই ওয়েবসাইটে গিয়ে জন্মস্থান সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করুন। আর যদি বিদেশে থাকেন সেখান থেকে জন্ম নিবন্ধন আবেদন করতে চান নিচের বাটনে ঠিক চিহ্ন দিন। পরবর্তী বাটনে ক্লিক করার পর নতুন একটি পেজ চলে আসবে।

অনলাইনে জন্ম নিবন্ধন

এবার এই পেজটি খুব সাবধানে পূরন করুন যাতে কনো শব্দ ভুল না হয়। অবশ্যই টাইপ করার সময় বাংলায় (ইউনিকোড) ব্যবহার করবেন ইংরেজির জন্য তেমন সমস্যা নেই। সবকিছু ঠিকঠাক করে পূরন করে সাবমিট কারার পর এটি ১ কপি আই প্রিন্ট করে নিন। পরবর্তীতে জন্মনিবন্ধন পাবার সময় এটি প্রয়োজন পড়বে।

জন্ম নিবন্ধন করতে কি কি লাগে

জন্ম নিবন্ধন করতে কি কি লাগে তা নিচে দেয়া হল।

শিশুদের ক্ষেত্রে ০ থেকে ৪৫ দিনের জন্য

ইপিআই (টিকা) কার্ড
মা ও বাবার জাতীয় পরিচয়পত্রের কপি
মা ও বাবা অনলাইন জন্ম নিবন্ধন কপি
বাড়ির হোল্ডিং নাম্বার এবং ট্যাক্সের রশিদ
অভিভাবকের মোবাইল নম্বর( পিতা ও মাতা )
১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি।

শিশুর বয়স ৪৬ দিন থেকে ৫ বছর

ইপিআই (টিকা) কার্ড (স্বাক্ষর ও সীলসহ)
মা ও বাবার অনলাইন জন্ম নিবন্ধন কপি( বাংলা ও ইংরেজি )
প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র স্বাক্ষর ও সীলসহ( প্রযোজ্য ক্ষেত্রে)
মা বাবার জাতীয় পরিচয়পত্রের কপি
বাসার হোল্ডিং নম্বর এবং ট্যাক্সের রশিদ
অভিভাবকের মোবাইল নম্বর
পাসপোর্ট সাইজের ছবি ১ কপি রঙ্গিন

বয়স ৫ বছরের উপরে

প্রথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত সার্টিফিকেট
চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র বয়স প্রমাণের জন্য (এমবিবিএস বা তদূর্ধ্ব ডিগ্রিধারী)
মা ও বাবার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি কপি)
জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল, খাজনা ও কর পরিশোধ রশিদ।
মা ও বাবার জাতীয় পরিচয়পত্রের কপি

অনলাইন জন্ম নিবন্ধন সংশোধন

বেশিরভাগ লোকের জন্ম নিবন্ধন ভুল হয় কারোর নিজের নাম,কারোর জন্ম তারিখ,কারোর পিতা মাতার নাম। এসব দিক বিবেচনা করে বাংলাদেশ সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর অধ্যায় ৩ অনুসারে,নির্দিষ্ট ফি পরিষোধ করে এটি সংশোধন করার সুযোগ রয়েছে।

আপনারা জন্ম নিবন্ধন সংশোধন এখন ঘরে বসে অনলাইনে করিয়ে নিতে পারবেন। তার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনারা https://bdris.gov.bd/br/correction এই লিঙ্কে ঢুকে আবেদনকরতে পারবেন। নিচে ছবি দেয়া হল।

জন্ম নিবন্ধন

উপরের ছবিতে নিশ্চয় দেখতে পাচ্ছেন সেখানে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ বসিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

অনলাইনে জন্ম নিবন্ধন রেজিস্ট্ররী কার্যালয় লিখে চার্চ করেন তাহলে আপনারা এই br.lgd.gov.bd সাইটে প্রবেশ করে এর কপি ডাউনলোড করিয়ে নিতে পারেন।

Related Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2024 Widedetails - All Rights Reserved