প্রবাসীদের বেশি টাকা ইনকামের সেরা ১০ দেশ

আমরা প্রবাসীরা কর্মের জন্য,অর্থের জন্য এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমাই। শত দুঃখ কষ্ট বুকে জড়িয়ে বছরের পর বছর পার হয়ে যায় জীবন যুদ্ধে জয় হতে। প্রবাসে যাওয়ার সবার একটাই লক্ষ্য ও উদ্দেশ্য থাকে সেটা হল বেশি অর্থ উপার্জন করা। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কোন দেশে গেলে বেশি টাকা ইনকাম করবো। প্রিয় প্রবাসী বন্ধুরা,আজকে আমি প্রবাসীদের টাকা ইনকামের সেরা ১০টি দেশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। যারা বিদেশে যাবার জন্য পরিকল্পনা নিচ্ছেন যদি বেশি অর্থ উপার্জনের ইচ্ছে থাকে তবে এই দশটি দেশে যেতে পারবেন।

প্রবাসীদের টাকা ইনকামের সেরা ১০ দেশ হলো

১. সংযুক্ত আরব আমিরাত
২. সুইজারল্যান্ড
৩. চীন
৪. হংকং
৫. বাহরাইন
৬. সিঙ্গাপুর
৭.ভিয়েতনাম
৮. সৌদি আরব
৯. কানাডা
১০. যুক্তরাষ্ট্র

১.সংযুক্ত আরব আমিরাত

এই আরব দেশটি সবগুলো আরব দেশকে টেক্কা দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কর্মজীবনের উচ্চমূল্য শ্রমের মান নিয়ে অনেক প্রবাসীর পছন্দের দেশ এখন সংযুক্ত আরব আমিরাত। ইউএসবিসি এক্সপার্ট এক্সপ্লোরার জরিপ অনুযায়ী, প্রবাসীদের টাকা ইনকামের সেরা ১০ দেশের মধ্যে দ্বিতীয় বারের মতো টানা দুইবার প্রথম স্থানে রয়েছে আমিরাত।

দেশটির রাজধানী দুবাই বিশ্বের নিরাপদ স্থান পেয়েছে । পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিজ্ঞাপন,মার্কেটিং,ব্যাংকিং,ফাইন্যান্স,পিআর, প্রযুক্ত্‌ ইঞ্জিনিয়ারিং সেক্টরে দক্ষ দক্ষ কর্মী কাজ করে যাচ্ছে। এই দেশটি আরব দেশ হলেও পশ্চিমা দেশের সংস্কৃতি ধারণ করে।

২. সুইজারল্যান্ড

প্রবাসীদের পছন্দের আরেক নাম সুইজারল্যান্ড বাংলাদেশী প্রবাসীদের একটি স্বপ্নের দেশ । নিরিবিলি পরিবেশ, শিক্ষার হার,উন্নত প্রযুক্তি,স্বাস্থ্যসেবা,অর্থনৈতিক জীবনযাত্রার মান সব কিছুতেই এগিয়ে রয়েছে দেশটি। সুইজারল্যান্ডে অন্যান্য দেশের তুলনায় শ্রমের মূল্য অনেক বেশি। কোয়ার্টজ এর তথ্যমতে, সুইজারল্যান্ডে একজন স্থায়ী কর্মীর গড় বার্ষিক বেতন প্রায় ১ লক্ষ ডলার। যা বাংলাদেশের থাকায় প্রায় ৮৫ লক্ষ টাকা। ইউএসবিসি এক্সপার্ট এক্সপ্লোরার জরিপের প্রবাসীদের টাকা ইনকামের সেরা দশে স্থান পেয়েছে। সেখানকার প্রবাসীরা বলছেন সুইজারল্যান্ডের জীবনযাত্রার মান এবং শ্রমের মূল্য আরো অনেক উন্নত হতে পারে।

৩. চীন

চীন বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক দেশ। দেশটির অর্থনীতির ভবিষ্যতে আমেরিকাকে টপকে প্রথম স্থানে উঠে আসবে। চীন অত্যন্ত কর্মমুখর একটি দেশ। চীনে ৯০ ভাগ মানুষ নাস্তিক। তারা ধর্ম থেকে কর্মকে বেশি প্রাধান্য দেয়। এইচএসবিসির জরিপে প্রবাসীরা বলছে তারা অন্যান্য দেশের তুলনায় চীনে বেশি কাজ পাবার সম্ভাবনা মনে করে। চীন অনেক বড় একটি দেশ হওয়ার কারণ এক এক প্রদেশের বেতন এক এক রকমের। জিয়াওপিন ডট কম নামে রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম এর প্রতিবেদনে দেখা গেছে যে, চীনের তিনটি বৃহত্তম শহর বেইজিং,সাংহাই ও সেনজেনের শ্রমিকের সর্বোচ্চ বেতন রয়েছে।

৪. সিংগাপুর

এশিয়ার এই সত্য দেশটি বর্তমানে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র। মার্সার কস্ট অফ লিভিং জরিপে, বিশ্বের তৃতীয় ব্যয়বহুল শহর বলা হয়েছে সিঙ্গাপুরকে। তবে প্রবাসীদের আর্থিক দিক থেকেও শীর্ষস্থানে রয়েছে দেশটি। এ দেশটি যেমন ব্যয়বহুল তেমনি আয়ের পরিমানের মূল্য বেশি থাকার কারণে বাংলাদেশী প্রবাসীদের সিঙ্গাপুর খুবই পছন্দের একটি দেশ।

৫. বাহরাইন

প্রবাসীদের অধিক অর্থ উপার্জনের যে দশটি দেশের কথা বলা হয়েছে তাদের মধ্যে বাহরাইন ১টি। এইচএসবিসির জরিপে প্রবাসীদের সর্বোচ্চ আয়ের চতুর্থ দেশ। শ্রম এর মান অধিক। ক্যারিয়ারের সম্ভাব্যতা এবং কর্মজীবনের ভারসাম্যের জন্য র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে এ দেশটি।

৬. হংকং

চীনের প্রতিবেশী একটি দেশ। এইচএসবিসি জরিপ অনুযায়ী উচ্চারণে প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে হংকং। জরিপে আরও দেখানো হয়েছে যে সেখানে ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের আয় প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে ২০১৯ সালের মার্সারের বার্ষিক কস্ট অফ লিভিং জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে স্থান পেয়েছে হংকং।

৭. ভিয়েতনাম

প্রবাসীদের বসবাসের অতি সস্তা একটি দেশ ভিয়েতনাম। বিশ্বের বসবাসের যে কয়েকটি সস্তা দেশ রয়েছে তাদের মধ্যে অন্যতম। ২০১৯ সালের কস্ট অফ লিভিং জরিপে এর প্রধান দুটি শহর হ্যানয় এবং হো সি মিন সিটি সবচেয়ে কম ব্যয়বহুল শহর গুলির মধ্যে স্থান লাভ করেছে।

সুতরাং ভিয়েতনামে আপনি যা আয় করবেন তার ব্যয় খুব কম হবে মাসে অনেক টাকা পকেট থেকে যাবে। মনোরম পরিবেশ এবং দর্শনার্থীদের সেরা ১০ হিসেবে ট্রাভেল এন্ড লেজার ওয়ার্ল্ড বেস্ট অ্যাডওয়ার্ড এর বেস্ট সিটি অফ ওয়ার্ল্ড খেতাব অর্জন করেছে দেশটি।

৮. সৌদি আরব

বাংলাদেশ প্রবাসীদের পছন্দের শীর্ষ দেশ সৌদি আরব। বাংলাদেশের প্রবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি। এইচএসবিসি জরিপে, সৌদি আরব সর্বোচ্চ আয়ের শীর্ষদেশে তৃতীয় স্থানে ছিল কিন্তু দেশটিতে ব্যয় বহুল জীবনযাত্রার কারণে ডিসপোজেবল আয়ের জন্য স্থান কম পেয়েছে। মার্সারের কস্ট অফ লিভিং প্রতিবেদনে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৃথিবীর অন্যতম ব্যয়বহুল শহর বলে জানা গেছে।

৯. কানাডা

প্রবাসীদের টাকা ইনকামের সেরা ১০ টি দেশের মধ্যে কানাডা একটি। এইচএসবিসি এক্সপার্ট জরিপ অনুযায়ী, কানাডার ডিসপোজেবল আয় এবং আর্থিক স্থিতিশীলতার জন্য দশটি দেশের স্থান পেয়েছে। শুধু তাই নয় ২০১৯ সালের মার্সারের কস্ট অফ লিভিং জরিপে সে দেশের প্রধান শহর গুলি সবচেয়ে কম ব্যয়বহুল দেশের মধ্যে রয়েছে। যেমন: টরেন্টো,মন্ট্রিয়ল এবং অটোয়া।

১০. যুক্তরাষ্ট্র

বাংলাদেশের প্রবাসীদের স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র। জরিপে দেখা গেছে বাংলাদেশের তিনভাগের দুইভাগ প্রবাসী আমেরিকায় যেতে চাই এবং সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করতে চায়। যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম অর্থনৈতিক সুপার পাওয়ার দেশ। যেহেতু আমেরিকা বিশাল অর্থনৈতিক দেশ সেহেতু সেখানে টাকা ও বেশি উপার্জন করতে পারবেন।

দেশটির বিশাল বড় হওয়ার কারণে বিভিন্ন রাজ্যে আয়ও বিভিন্ন রকম হয়। আপনি আমেরিকার বড় শহর নিউইয়র্ক,সানফ্রান্সিসকো লস এঞ্জেলেসের বেশি বেতনে কাজ করতে পারবেন। উপার্জন যেহেতু একটু বেশি তাই এখানে ব্যয়ও বেশি হবে এটাই স্বাভাবিক।পরিশেষে আমি যে প্রবাসীদের টাকা ইনকামের সেরা দশটি দেশের কথা বললাম আপনি যে কোন একটি দেশে যেতে পারেন সবগুলোতেই প্রমান পত্রের দাম অনেক বেশি।

আপনার যদি বেশি টাকা উপার্জন করার ইচ্ছা থাকে এই দোস্তি দেশে যেতে কখনো ভুলবেন না। আশা করি প্রবাসী বন্ধুদের এই পোস্টটি অনেক উপকারে আসবে। এই ১০টি দেশের মধ্যে কোন দেশ আপনার সবচেয়ে পছন্দ তা আমাদেরকে কমেন্ট করে জানান। শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে।

Related Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2024 Widedetails - All Rights Reserved