বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট ও ফোন নাম্বার ২০২৩

সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা নিশ্চয় জানেন আমি বিশেষ করে প্রবাসী যারা আসেন বা প্রবাসে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য বিভিন্ন তথ্য উপাত্ত এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করে থাকি। প্রিয় পাঠক, আজকের বিষয়টি হচ্ছে আপনারা যারা সিঙ্গাপুরে যাবেন বা সিঙ্গাপুরে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই টপিক।

সিঙ্গাপুর বাংলাদেশিদের জন্য পছন্দের একটি দেশ। প্রতিবছর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ সিঙ্গাপুরে বেড়াতে যায় অথবা কাজের ভিসা নিয়ে যায়। তাই আপনি যদি তাদের মধ্যে একজন হন সিঙ্গাপুরে যেতে চান এই লেখাটি আপনার অবশ্যই কাছে আসবে। সিঙ্গাপুরে যাওয়ার জন্য বাংলাদেশের অনেকগুলো ভিসা এজেন্সি রয়েছে।

আবার অনেকেই বিভিন্ন দালালের মাধ্যমে পড়ে সর্বহারা হয়ে গেছে। বাংলাদেশের খুব কম সংখ্যক সিঙ্গাপুর ভিসা এজেন্সি ছাড়া অসংখ্য ভূয়া এজেন্সি রয়েছে তারা সিঙ্গাপুরের ভিসা নামে অনেক ভূয়া অবৈধ বিষয় দিয়ে থাকে। তাই আপনি যাদের সেই দালালদের খপ্পরে না পড়েন তার জন্য আজকে আমি বাংলাদেশের সকল বৈধ সিঙ্গাপুর ভিসা এজেন্সির লিস্ট এবং ফোন নাম্বার দিয়ে দেবো।

বাংলাদেশ সিঙ্গাপুর ভিসা এজেন্ট লিস্ট

বাংলাদেশের মানুষ বেশিরভাগ সময়ই সিঙ্গাপুরে যেতে চায় কাজের ভিসা নিয়ে কেননা সেখানে শ্রমিক মূল্য এবং জীবন যাপন পরিবেশ সবকিছুই সেরা দেশগুলোর মধ্যে অন্যতম। সিঙ্গাপুরে কাজের ভিসার মান অনেক বেশি। আপনি হয়তো নিশ্চয়ই জানেন সিঙ্গাপুরে যেতে হলে আপনাকে আগে অবশ্যই পাসপোর্ট করে নিতে হবে।পাসপোর্ট করার পর এবার ভিসার পালা।

সবচেয়ে ভালো হয় যদি আপনার আত্মীয় কিংবা পরিচিত কেউ সিঙ্গাপুরে থেকে থাকে আপনি তার সহযোগিতা নিতে পারেন। সেই ব্যক্তির সহযোগিতা নিয়ে আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন। কিন্তু যদি আপনার সেরকম কিছু না থাকে তবে চিন্তার কোন কারণ নেই। নিচে আজকে আমি সকল বৈধ সিঙ্গাপুর ভিসা এজেন্সির অফিস এবং ফোন নাম্বার এর তালিকা দিয়ে দিচ্ছি। এই ভিসা এজেন্সি গুলো পুরোপুরি বৈধ এবং প্রবাসী মন্ত্রণালয় থেকে স্বীকৃতিপ্রাপ্ত তাই আপনি নির্দ্বিধায় এগুলোর সাথে যোগাযোগ করে ভিসার জন্য আবেদন করতে পারেন।

ভিসা এজেন্টের লিস্ট এবং ফোন নাম্বার

√ আন্তর্জাতিক ভ্রমণ কর্পোরেশন, গুলশান,ঢাকা।
ফোন: ৯৮৮৫৪৭৯-৮০,৯৮৪২৬৪৫
√ ইউনিয়ন ট্যুরস এন্ড ট্রাভেল লিমিটেড, গুলশান,ঢাকা।
ফোন: ৯৮৫৪৫৬৬-৭
√ নোভোএয়ার লিমিটেড, বনানী,ঢাকা।
ফোন: ০১৯৭৮৪৪৩৭১৭
√ ডিসকভারি টুরস অ্যান্ড লজিস্টিক,বনানী,ঢাকা।
ফোন : ৯৮৬৩৩৪৪,৯৮২১৮২০
√ সিল্ক ওয়েস্ট সার্ভিসেস লিমিটেড, বনানী,ঢাকা।
ফোন : ৯৮৮৮২১১-২০
√ সাইমন ওভারসিস,গুলশান,ঢাকা।
ফোন : ৯৮৮১৪০৮
√ পার্কে ওয়ে হাসপাতাল সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, গুলশান,টাকা।
ফোন: ০১৭৩৬০০০০০/ ৯৮৫০৪২২
√ ভিক্টরি ট্রাভেলস লিমিটেড, মতিঝিল,ঢাকা
ফোন: ৯৫৫০৯১৫
√ লেক্সাস টুরস এন্ড ট্রাভেলস,বাংলামটর,ঢাকা।
ফোন: ৮৬১৩১৮৪
√ ট্যালন কর্পোরেশন লিমিটেড, গুলশান,ঢাকা।
ফোন : ৯৮৯৪০২৮

সিঙ্গাপুর ভিসা ফি

ভিসা ফি হিসেবে আপনাকে ৩০ ডলার জমা দিতে হবে। সিঙ্গাপুর ৩০ ডলার হিসেবে বাংলাদেশের কত টাকা আসে সেটা হিসাব করে জমা দিতে হবে। সাথে ভিসা চার্জ দিতে হবে। আপনি যে এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন করবেন তাদের একটি সার্ভিস চার্জ থাকে আপনি সেই সার্ভিস চার্জ দিয়ে ভিসা আবেদন করতে পারবেন।

সিঙ্গাপুর ভিসার ক্যাটাগরি

√ ভ্রমণ ভিসা
√ ব্যবসা ভিসা
√ কাজের ভিসা
√ পারিবারিক ভিসা
√ পড়াশোনার ভিসা
√ অন্যান্য

কয়দিনের মধ্যে আপনি ভিসা পাবেন?

সাধারনত ৫ কর্ম দিবসের মধ্যে ভিসা কার্যপ্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। আপনি যেদিন ভিসা আবেদন করবেন সেই দিন বাদে ৫ দিনের মাথায় আপনি ভিসা পেয়ে যেতে পারেন। যদি কাজের ভিসা নিয়ে যেতে চান তাহলে প্রসেসিং প্রক্রিয়া একটু দেরি হতে পারে

প্রয়োজনীয় কাগজপত্র

√প্রথমত আপনি ভিসা আবেদনের আগে অন্তত আপনার পাসপোর্ট এর মেয়াদ ছয় মাস থাকতে হবে।
√ পাসপোর্টে একটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে।
√ 4A ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।কনো ভুল করা যাবে না।
√ আপনার বয়স ২১ বছর হতে হবে।
√ ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য সিঙ্গাপুর কোম্পানি রেজিস্ট্রিকৃত লেটার অফ ইন্ট্রোডাকশন ফর্ম টি ইস্যু করতে হবে।
√ ৩ মাসের মধ্যে তোলা ৩ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
√ ৬ মাছের ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেখাতে হবে।
√ বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে।
√ কোম্পানি একটি খালি প্যাড এবং ভিজিটিং কার্ড জমা দিতে হবে।

আরো কয়েকটি কাগজপত্র লাগতে পারে সেগুলো ভিসা এজেন্সিরা করে দেবে। এসব প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকলে আপনি অবশ্যই ভিসা পেয়ে যাবেন।আরো বিস্তারিত জানতে https://www.mfa.gov.sg/Overseas-Mission/Dhaka/Consular-Services/Overview-Visa-Information/Visa-Information gc এই পৃষ্টাটি পড়ুন।

Related Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2024 Widedetails - All Rights Reserved