আমি প্রবাসি,কতোদিন দেখিনা প্রিয়জনের মুখ,
আমি প্রবাসি,কষ্টের মাঝে খুঁজে পাই সব সুখ।
আমি প্রবাসি,শত দুঃখের মাঝেও মুখ লুকিয়ে হাসি,
আমি প্রবাসি,প্রিয় জন্মভূমি তবুও তোমাকে ভালোবাসি।
আমি প্রবাসি,নিজের দেশে মেহমান হয়ে বেড়াতে আসি,
আমি প্রবাসি,পিয়জনের কথা পড়লে মনে নযন জলে ভাসি।
আমি প্রবাসি,টাকা বানানোর মেশিন আমি,
আমি প্রবাসি,তাইতো জীবনের চেয়ে টাকা বেশি দামি।
আমি প্রবাসি,প্রতিদিন বিরহের সাথে কেটে যায় রোজ,
আমি প্রবাসি, সারাদিন না খেয়ে থাকি নেয় না কেউ খোঁজ ।
আমি প্রবাসি,হাজারো লোকের ভীড়ে আমি যে শুধু একা,
আমি প্রবাসি,দিন আসে দিন যায় পাইনা কারোর দেখা।
আমি প্রবাসি,দিনরাত গাধার মত পরিশ্রম করে,
আমি প্রবাসি, বছরের পর বছর চলে যায় পিরতে পারি না ঘরে।