প্রবাসী কল্যাণ কার্ড প্রত্যেক প্রবাসীদের গুরুত্বপূর্ণ একটি কার্ড। সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১কোটিও বেশি প্রবাসী তাদের পরিশ্রম,মেধা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশ বিশাল বৈদেশিক মুদ্রা অর্জন করেছে যেটা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আর এ প্রবাসীদের রাষ্ট্র থেকে কিছু সুযোগ-সুবিধা পাওয়ার জন্য দরকার হচ্ছে বৈধভাবে বিদেশে যাওয়া অথবা বিভিন্ন সময়ে যারা অবৈধ প্রক্রিয়ায় BMET ছাড়পত্র ছাড়াই গেছেন তাদের একটা সঠিক নিবন্ধন করা। এই নিবন্ধনের মাধ্যমে তারা একটি প্রবাসী কার্ড নিতে পারে যেটার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা নিতে পারে।
দীর্ঘদিন প্রবাসীদের এ সুযোগ উপেক্ষিত থাকলেও সরকার তথা সংশ্লিষ্ট সকলেই সময়ে সাথেই এই অবদানটি স্বীকৃতি দিতে বদ্ধপরিকর। ১৯৯০ সালে একটি কল্যান তহবিল গঠন করা হয় এবং দীর্ঘদিন পর ২০১৮ সালের আইনের মাধ্যমে একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। তার নাম হলো ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
এই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা আয়োজন করা হচ্ছে যাতে প্রবাসীরা বিনা বাধায় কাজ করতে পারে এবং দেশের তাদের পরিবার পরিজন বিভিন্নভাবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারে সেজন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড গঠিত হয়েছে। আর এই রাষ্ট্রীয় সুবিধা নিতে হলে আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।
আমরা এর আগের পোষ্টে প্রবাসীদের লোন নিয়ে আলোচনা করেছিলাম। যারা অবৈধভাবে বিদেশে গেছেন মূলত তাদের সুবিধার জন্য এই প্রবাসী কার্ড। তো আমি বলবো,এটা আপনাদের জন্য বিশাল একটি সুযোগ হয়তো অনেকেই জানেন না। যাদের বৈধ কাগজপত্র নেই তারা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে একটি মেম্বারশীপ নিতে পারেন। সে মেম্বারশীপটা নেওয়ার মাধ্যমে আপনি রেজিস্ট্রার্ড হয়ে যাবেন একজন প্রবাসী হিসেবে। তখন রাষ্ট্রীয় সুবিধাগুলো পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
প্রিয় পাঠক,এ প্রবাসী কার্ড সম্পর্কে জানা খুব জরুরী। আজকে আমি প্রবাসী কল্যাণ কার্ড নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করবো।
১.প্রবাসী কল্যাণ কার্ড কি ?
২.প্রবাসী কল্যাণ কার্ড কিভাবে পাবেন ?
৩.প্রবাসী কল্যাণ কার্ড এর সুবিধা কি কি ?
৪.প্রবাসী কল্যাণ কার্ড কাদের নেয়া লাগবে না ?
১. প্রবাসী কল্যাণ কার্ড কি?
প্রবাসী কল্যাণ কার্ড হলো যারা অবৈধভাবে বিদেশে পাড়ি জমিয়েছেন তাদেরকে আইনি উপায় বৈধতা দেয়ার লক্ষ্যে সরকার প্রবাসীদের যে রাষ্ট্রীয় সুযোগ সুযোগ সুবিধা প্রদান করে সেটিই হচ্ছে প্রবাসী কল্যাণ কার্ড।
২. প্রবাসী কল্যাণ কার্ড কিভাবে পাবেন?
প্রবাসী কল্যাণ কার্ড নেয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশীপ ফরম নিতে হবে। সাথে কিছু ডুকুমেন্ট সাবমিট করলেই তারপরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আপনার রেজিস্ট্রেশন সম্পুর্ন করে পেললেই একটি কার্ড দেবে। এর জন্য আপনারা অনলাইনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সাইটে গিয়ে আবেদন ফরমটি পূরণ করতে পারেন অথবা সেখান থেকে ডাউনলোড করে কলম দিয়ে নিজে হাতে পূরন করে সংশ্লিষ্ট দুতাবাসে গিয়ে জমা দিতে পারেন।
এই আবেদন ফরমটির সাথে যে ডুকুমেন্টগুলো লাগে যেমন: পাসপোর্ট,ভিসা কপি,আইডি,আকামা ইত্যাদি কপি জমা দিতে হবে। এরপর প্রত্যেকটা দেশে একটা নির্দিষ্ট ফি আসে সেটা দিয়ে আপনি প্রবাসী কল্যাণ কার্ড জন্য আবেদন করতে পারবেন।
৩. প্রবাসী কল্যাণ কার্ড এর সুবিধা কি কি?
প্রবাসী কল্যাণ কার্ডের অনেকগুলো সুবিধার মধ্যে প্রধান সুবিধাটি হচ্ছে আপনার সন্তান শিক্ষা বৃত্তি পাবে। আপনার সন্তানদের স্কুল বা কলেজে ভর্তির জন্য আলাদা একটি প্রবাসী কোটা থাকবে। আপনার সন্তান প্রতিবন্ধী হলে সে ভাতা পাবে। এছাড়া প্রবাসে মৃত্যু হলে মৃতদেহ দেশে আনার ক্ষেত্রে সরকার ব্যবস্থা করবে এবং সেই মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করার সময় আর্থিক অনুদান ৩৫,০০০ হাজার টাকা প্রদান করবে।
এই সুযোগ-সুবিধা নিতে হলে আপনাকে অবশ্যই প্রবাসী কার্ড এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশীপ থাকতে হবে। তা না হলে এসব সুবিধা থেকে বঞ্চিত হবেন।
৪. প্রবাসী কল্যাণ কার্ড কাদের নেয়া লাগবে না?
প্রথম কথা হচ্ছে যাদের BMET কার্ড আসে তাদের এ কার্ড নিতে হবে না। যাদের বয়স ৫৯ বছর বা তার উর্দ্ধে বয়সীদের এই কার্ড নেয়ার প্রয়োজন নেই। অনেক প্রবাসীর অভিযোগ আসে,তাদের প্রবাসী কার্ড,BMET কার্ড থাকা সত্ত্বেও তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে না। আমি তাদেরকে বলবো,হয়তো বাংলাদেশে নানা ত্রুটি, জটিলতার কারণে কাজ ধীর গতিতে হয় বা অনেকে বাদ পড়ে যায়। তবুও রাষ্ট্রের এই সুযোগটি পাওয়ার আপনার যে অধিকার সেই দাবি আদায় না করা পর্যন্ত অভিযোগ জানাতে থাকুন।
আশা করি প্রবাসী কল্যাণ কার্ড দিয়ে কি কি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবেন এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আপনাকে কি সুবিধা দিচ্ছে অবশ্যই জানতে পেরেছেন। প্রবাসী কল্যাণ কার্ড সম্পর্কে যদি কনো প্রশ্ন থাকে তা আমাদেরকে কমেন্ট করে জানান। এ পর্যন্ত সবাই ভালো থাকুন।