বুরো বাংলাদেশ প্রবাসী লোন

বুরো বাংলাদেশ একটি প্রথম শ্রেনীর এনজিও প্রতিষ্টান। শুরু থেকেই বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে সামাজিক ও আর্থিক নানা সুবিধা দিয়ে আসছে। বুরো বাংলাদেশ প্রত্যন্ত গ্রামঞ্চলের আনা-কানাছে প্রায় ১৩ লক্ষ গরীব-দুঃখী মানুষকে লোন সুবিধা দিয়ে আসছে যাদের মধ্যে ৮৮ শতাংশ নারী। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাভলম্বী করে গড়ে তোলার জন্য এবং নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই বেসরকারী প্রতিষ্টানটি। প্রিয় পাঠক,আজকে আমি বুরো বাংলাদেশের বিভিন্ন লোন নিয়ে আলোচনা করবো।

বুরো বাংলাদেশ প্রবাসী লোন

সাধারনত দরিদ্র মানুষদেরকে খুব সহজে কেউ লোন দিতে চায় না। লোন নিতে গেলে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। ব্যাংক সহজে লোন দেয়না বা লোন পেলেও নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। তাই ব্যাংক থেকে যারা লোন নিতে চাচ্ছেন না তাদের জন্য আজকের এই পোষ্ট। বুরো বাংলাদেশ থেকে খুব সহজে কনো রকমের ঝামেলা ছাড়াই লোন নিতে পারবেন। এজন্য আপনার শুধু এনআইডি কার্ড ও ব্যবসা প্রতিস্টানের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স থাকতে হবে।

আসলে এ লোন কোথায় থেকে নিবেন,কিভাবে নিবেন আমি বিস্তারিত আলোচনা করছি। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগে,আমিতো বিদেশে থাকি আমি কিভাবে লোন নেবো? হা আপনিও পারবেন বুরো বাংলাদেশ থেকে লোন নিতে। প্রবাসীরা এ লোন নিতে হলে যে দেশে থাকেন আপনার যে পারমিট কার্ড থাকে সেটার ফটোকপি দেশে পাঠাবেন। আপনার পাসপোর্টের ১ থেকে ৬ পৃষ্টার ফটোকপি ইমেইলে পাঠিয়ে দিবেন।

বেশ আর কনো ঝামেলা নেই। আপনার পরিবারের যে কেউ এ লোন তুলে দিতে পারবে।

বুরো বাংলাদেশ সাধারন লোন

গ্রামীন ও শহরে দরিদ্র জনগোষ্টীর আত্ম-সামাজিক উন্নয়নে ও আর্থিকভাবে স্বাভলম্বী করে গড়ে তুলতে এ সাধারন লোন দিয়ে থাকে বুরো বাংলাদেশ। সাধারন লোন শুধুমাত্র অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের এ লোন দেয়া হয়। পরিবারের আর্থিক অবস্থান,লোন পরিশোদের ক্ষমতা ও চাহিদার উপর ভিত্তি করে বুরো বাংলাদেশ ৫,০০০ টাকা থেকে শুরু করে ২৫,০০,০০০ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। এ লোন ১-২ বছরের জন্য সপ্তাহিক ৪৫-৯০ কিস্তিতে পরিশোধ করতে হবে। আবার ১-৩ বছরের সময়সীমার জন্য ১২-৩৬ কিস্তিতে পরিশোধ করতে হবে।

বুরো বাংলাদেশ কৃষি লোন

এ লোনটি গ্রামীন দরিদ্র মানুষের জীবন-জীবিকা স্বচ্ছল করতে এবং খাদ্য উৎপাদন বাড়াতে এ লোন প্রদান করা হয়ে থাকে। উন্নত কৃষি কার্যক্রম ও খামারী উদ্যেগক্তা তৈরি জন্য এ লোনের বিশেষ অগ্রাধিকার দেয়া হয়। কৃষি লোন পরিবারের খাদ্য উৎপাদন বাড়ায়। দলভিত্তিক ও প্রাান্তক খামারিদের মাঝে এ লোন বিতরন করা হয়।

কৃষি লোনের পরিসীমা ১০,০০০ থেকে শুরু করে ২৫,০০,০০০ টাকা পর্যন্ত দেয়া হয়। ১-২ বছর মেয়াদি এই লোনের কিস্তি সপ্তাহিক ৪৫-৯০ কিস্তিকে পরিশোদ যোগ্য এবং ১-৩ বছরের মদ্যে মাসিক ১২-৩৬ কিস্তিতে পরিশোধ করতে হবে।

বুরো বাংলাদেশ হাত লোন

এটি সাধারনত একক লোন। এ লোনটি একটি সামাজিক নিরাপত্তা বেষ্টিনি হিসেবে পরিবেশনা করার উদ্দেশ্যে এবং বুরো বাংলাদেশ দ্বারা পরিচালিত গ্রুপ ভিত্তিক আলোচনা,পরামর্শমূলত উদ্যেগ গ্রহন ও গ্রাহকদের সন্তুষ্টি বজায় রেখে সাঠক পরিকল্পনা বাস্তবায়ন করা। হাত লোনটি সমস্ত গ্রাহকদের তাদের পরিবারের অর্থনৈতিক ধাক্কা সামলানো তাদের আর্থিক,শারীরিক ও সামাজিক সম্পদের ঘাটতি থেকে রক্ষা করা। যেমন- সামাজিক বিভিন্ন অনুষ্ঠান ঈদ,পূজা,বড়দিন,বিয়ে ইত্যাদি গুরুত্বপূর্নকাজে সহযোগিতা করার জন্য এই হাত লোন প্রদান করা হয়ে থাকে। এই লোনের টাকার পরিমান খুব অল্প ৫০০০ থেকে ৫০,০০০ টাকা। লোন নেয়ার পরে আপনাকে অবশ্যই ৫-৬মাসের মধ্যে পরিশোধ করতে হবে।

বুরো বাংলাদেশ দুর্যোগ ঋণ

দেশে বড় ধরনের ঘূর্ণিঝড় এবং বন্যার মতো চরম জরুরী পরিস্থিতিতে এই লোন প্রদান করা হয়ে থাকে। বুরো বাংলাদেশ দুর্যোগ কবলিত মানুষের জন্য ত্রান বিতরন করে থাকে। তবে এই সংস্থাটি বৃহৎ কনো সহায়তা বা দীর্ঘমেয়াদী দাতব্য কার্যক্রমের পরিবর্তে,দুর্যোগে আক্রান্ত মানুষের সচেতনতা ও গ্রামীন স্বচ্ছলদের আত্ম-সহায়তার উপরে বিশেষ জোর দিয়ে থাকে। দুর্যোগে আক্রান্ত মানুষের জন্য ১০০০ টাকা থেকে ২০,০০০ টাকা সহায়তা দিয়ে থাকে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো যাতে নিজের পায়ে দাড়াতে পারে। এই টাকা আপনাকে ১ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

বুরো বাংলাদেশ জল ও স্যানিটেশন লোন

বেশিরভাগ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিশুদ্ধ পানি ও স্বাস্থস্মত স্যানিটেশনের অভাবে পরিবেশগত স্বাস্থ্য উদ্বেগ রয়েছে। গ্রামীন সমাজে দরিদ্র এলাকার নিরাপদ পানির ব্যবস্থা ও স্বাস্থসম্মত স্যানিটেশনের ব্যবস্থা করে দিলে অসুস্থতা হ্রাস পাবে এবং এইভাবে শ্রম উৎপাদনশীলতা বৃদ্ধি করবে।

তাই নিরাপদ পানির জন্য নলকুপ স্থাপন ও স্বাস্থসম্মত পায়খানার জন্য নিরাপদ স্যানিটেশন নির্মানের জন্য লোন দিয়ে থাকে বুরো বাংলাদেশ। নলকূপ স্থাপন ও স্বাস্থসম্মত স্যানিটেশনের লোনের পরিমান ৫,০০০ থেকে ২,০০,০০০ টাকা। এই লোন ১-২ বছরের মধ্যে সপ্তাহিক ৪৫-৯০ কিস্তিতে এবং ১-৩ বছরের মাসিক ১২-৩৬ কিস্তিতে পরিশোধ করতে হবে।

বুরো বাংলাদেশ প্রবাসী লোন কিভাবে পাবেন

অনেক প্রবাসী ভাই জানতে চান, আমি বিদেশ যাবার জন্য কিভাবে বুরো বাংলাদেশ থেকে লোন পাবো। এই লোন পেতে হলে আমাকে কি করতে হবে, কি কি কাগজপত্র লাগবে ইত্যাদি। তাই আপনাদের জন্য আজকের এই পোস্টটি। আপনারা কিভাবে বুরো বাংলাদেশ থেকে প্রবাসী লোন নেবেন তা বিস্তারিত তুলে ধরছি। বুড়ো বাংলাদেশ থেকে যদি আপনি প্রবাসের লোন নিতে চান তাহলে আপনি যে দেশে বাস করেন সেই দেশের ওয়ার্ড পারমিট ভিসা কার্ড এবং এবং সেই দেশে যে কোম্পানিতে চাকরিগত তার একটি সেলারি ডকুমেন্ট। সেই সাথে আরো কিছু প্রয়োজনীয় কাগজপত্র দরকার পড়ে তার নিচে তুলে ধরা হলো।

১. আপনার এন আইডি কার্ডের ফটোকপি।
২. ভিসা এর ফটোকপি
৩.পাসপোর্ট এর ফটোকপি। পাসপোর্ট এর মেয়াদ অন্তত ছয় মাসের অধিক থাকতে হবে।
৪. বিমান টিকেটের প্রদত্ত রশিদ।
৫.বিদেশে আপনি কোন কাজে নিয়োজিত আছেন তার ডুকুমেন্ট।
৬. চেয়ারম্যানের সনদপত্র
৭. ঋণ মুক্ত সনদপত্র
৮. আপনার পাসপোর্টে দুই পাতার ফটোকপি
৯. বিএম এটি কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড
১০. বহির্গমন ছাড়পত্র
১১. দুইজন পরিচিত নমিনি
১২.ব্যাংক স্টেটমেন্ট এর ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে

মোটামুটি উপরোক্ত কাগজপত্র কোন সমস্যা না থাকলে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

বুরো বাংলাদেশ অফিসের ঠিকানা ও নাম্বার

বারিধারা
আকালিয়াবাড়ি, কাকরাইদ, মধুপুর মোবাইল: ০১৭১২৫০১১৪
ই-মেইল: [email protected]
বাড়ি-২৪,রোড-১/এ,ব্লক- জে,বারিধারা,ঢাকা
মোবাইল: 017012500770
ই-মেইল: [email protected]

সিলেট
বুরো মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র,সিলেট
যোগাযোগ :
বাড়ি-৩২, সড়ক-১, খাদিমপাড়া (আবাসিক এলাকা), সিলেট
মোবাইল: 01701250 115
ই-মেইল: [email protected]

চট্টগ্রাম
বুরো মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র
যোগাযোগ :
বাড়ি-৪৯, সড়ক-৩, ব্লক-বি, চাঁদগাও (আবাসিক এলাকা), চট্টগ্রাম
মোবাইল: 01701250118
ই-মেইল: [email protected]

কুমিল্লা
বুরো মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র
যোগাযোগ:
কোটবাড়ি রোড, ধনপুর, হালিমানগর, কুমিল্লা
মোবাইল: 01701250 116
ই-মেইল: [email protected]

খুলনা
বুরো মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র
যোগাযোগ:
১৭০/২/ক, শের-ই-বাংলা রোড, নিরালা,খুলনা
মোবাইল: 01701250117
ই-মেইল: [email protected]

মধুপুর
বুরো মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র
যোগাযোগ:
আকালিয়াবাড়ি, কাকরাইদ, মধুপুর
মোবাইল: ০১৭১২৫০১১৪
ই-মেইল: [email protected]

টাঙ্গাইল
বুরো মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র
যোগাযোগ:
বরুহা বাজার, সোনাট রোড, শাহেনশাহগঞ্জ, টাঙ্গাইল
মোবাইল: ০১৭১২৫০১১৩
ই-মেইল: [email protected]

ফরিদপুর
বুরো মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র
যোগাযোগ:
মিয়াপাড়া রোড, পশ্চিম খাবাশপুর, ফরিদপুর সদর, ফরিদপুর
মোবাইল: ০১৭০১২৫০০৭৮
ই-মেইল: [email protected]

প্রধান অফিস
বুরো বাংলাদেশ
প্রধান কার্যালয়: বাড়ি-১২/এ, সড়ক-১০৪, ব্লক-সিইএন(এফ) গুলশান-২, ঢাকা-১২১২, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৫5059860-62
ই-মেইল: [email protected] |
ওয়েবসাইট : www.burobd.org

এছাড়া তাদের অনেক অফিস রয়েছে। আপনারা লোন অথবা অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত জানতে উপরের উল্লেখিত নাম্বারের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। তারা লোনের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষন প্রদান করে থাকে। তাছাড়া আরো বিভিন্ন ব্যাংকের লোন নিয়ে জানতে চাইলে পড়তে পারেন-

বুরো বাংলাদেশ লোনের ক্ষেত্রে একটি নিদিষ্ট নীাত অনুসরন করে চলে। এই প্রতিষ্টান মহিলাদের বিশেষ অগ্রাধিকার দেয়। আত্ম-সামাজিক উন্নয়নের লক্ষ্যে মহিলাদের বিভিন্ন গ্রুপে ভাগ করে দেয়া হয়। বুরো বাংলাদেশ দারিদ্র জনগোষ্টীর কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে দেশের অর্থনীাততে বিশাল বড় অবদান রাখছে।

Related Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2024 Widedetails - All Rights Reserved