বর্তমানে বাংলাদেশের ওষুধ শিল্প একটি সম্ভাবনাময় সেক্টর। বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন তথ্য অনুযায়ী, আমাদের দেশে প্রায় ২৫৮ টির মতো ওষুধ প্রস্তুত ও রপ্তানিকারক রয়েছে। এসব প্রতিষ্ঠানে উন্নত স্বাস্থ্য সেবা ও সম্মানজনক পেশা হিসেবে অনেক তরুণ তরুণী hsc পাশে ঔষধ কোম্পানিতে চাকরি করতে চাই। মূলত তাদের জন্য আজকের এই পোস্ট।
বাংলাদেশে অনেকগুলো ওষুধ প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তাদের জনবলের প্রয়োজন পড়ে। তারা বিভিন্ন পদের জন্য লোকজন নিয়োগ দিয়ে থাকে। আজকে আমি আলোচনা করব কিভাবে এসএসসি পাশ করে ওষুধ কোম্পানিতে চাকরি করবেন? চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত শুরু করা যাক।
ওষুধ কোম্পানিতে চাকরি কেন করবেন?
বাংলাদেশে অনেক তরুণ তরুণী স্বপ্ন দেখেন ওষুধ কোম্পানিতে চাকরি করার। যাদের হয়তো উচ্চশিক্ষা করার সামর্থ্য নেই তারা একটু আয় রোজগারের জন্য চাকরির পেছনে ছুটে বেড়ান। বর্তমান চাকরির বাজারে ওষুধ কোম্পানিগুলো ভালো বেতন,নানা সুযোগ-সুবিধা, আকর্ষণীয় বোনাস সবকিছু মিলিয়ে বর্তমান তরুণ তরুণদের কাছে বেশ পছন্দের জায়গা করে নিয়েছে।
ওষুধ কোম্পানিতে চাকরি করা মূলত মানুষের সেবা করা সমান। এটি একটি সেবা। আপনি মাস শেষে কোম্পানির কাছ থেকে মোটা অংকের বেতন পাচ্ছেন আর একদিকে ওষুধ প্রদানের মাধ্যমে মানুষকে জীবন রক্ষাকারী সেবা দিতে পারছেন এর চেয়ে ভালো চাকরি আর কি হতে পারে।
ঔষধ কোম্পানির তালিকা
বাংলাদেশে প্রায় ২৫৮ টি ওষুধ কোম্পানি রয়েছে । চলুন নামগুলো জেনে নিই।
⏩ Square Pharmaceutical Ltd.
⏩ Acme Laboratories Ltd.
⏩ UniMed UniHelth Pharmaceutical Ltd.
⏩ Popular Pharmaceuticals
⏩ Skf Pharmaceutical Ltd.
⏩ General Pharmaceutical Ltd.
⏩ ACI Pharmaceutical Ltd.
⏩ Labaid Pharmaceutical Ltd.
⏩ One Pharmaceutical Ltd.
⏩ Bexmco Pharmaceutical Ltd.
⏩ Ibn-Sina Pharmaceuticals Ltd.
⏩ Incepta Pharmaceuticals Limited
⏩ Benham Pharmaceuticals Ltd.
⏩ Beximco Pharmaceuticals Ltd.
⏩ Indo Bangla Pharmaceutical Ltd.
⏩ Orion Pharmaceutical Ltd
⏩ Renata Pharmaceutical Ltd
⏩ Jams Pharmaceuticals Ltd.
⏩ Jayson Pharma Ltd.
⏩ Julphar Bangladesh Ltd.
⏩ Janata Traders Ltd.
⏩ Kawsar Chemicals Ltd.
⏩ Kazi Chemicals Ltd.
⏩ KDH Laboratories Ltd.
⏩ Kemiko Pharmaceuticals Ltd.
⏩ Kumudini Pharma Ltd.
⏩Libra Pharmaceuticls Ltd.
⏩Linde Bangladesh Limited
⏩ Labaid Pharma Ltd.
⏩ Leon Pharmaceuticals Ltd.
⏩Libra Infusions Ltd.
⏩ Ziska Pharmaceutical Ltd.
⏩ Health Care Pharmaceutical Ltd.
⏩ Aristo pharma Ltd.
⏩ Apollo Pharmaceutical Ltd.
⏩ Amulet Pharmaceuticals Ltd.
⏩ Zenith Pharmaceuticals Ltd.
⏩ Actavis (BOTS Pvt. Limited)
⏩ Active Fine Chemicals Ltd.
⏩ Ad-din pharmaceuticals Ltd.
⏩ Asiatic Laboratories Ltd.
⏩ Astra Biopharmaceuticals Ltd.
⏩ Apex Pharmaceuticals Ltd.
⏩ Apollo Pharmaceutical Ltd.
⏩ Eli Lilly and Company
⏩ Elixir Pharmaceuticals Ltd.
⏩ Eskayef Bangladesh Ltd.
⏩ Essential Drugs Company Ltd.
⏩ Ethical Drug Ltd.
⏩ Euro Pharma Ltd.
⏩ Everest Pharmaceuticals Ltd.
⏩ FnF Pharmaceuticals Ltd.
⏩ GlaxoSmithKline Pharmaceuticals
⏩ Globe Pharmaceuticals Limited.
⏩ Globex Pharmaceuticals Ltd.
⏩ Gaco Pharmaceuticals Ltd.
⏩ Genvio Pharma Ltd.
⏩ Get Well Limited Pharmaceuticals
⏩ Gonoshasthaya Pharmaceuticals Ltd.
⏩ Goodman Pharmaceuticals Ltd.
⏩ Greenland Pharmaceuticals Limited
⏩ Guardian Healthcare Ltd
⏩ Hope Pharmaceuticals Ltd.
⏩ Hudson Pharmaceuticals Ltd.
⏩ Innova Pharmaceuticals Limited.
⏩ Hallmark Pharmaceuticals Ltd.
⏩ Institute of Public Health (IPH)
⏩ Jalalabad Pharmaceuticals Ltd.
⏩ Millat Pharmaceuticals Limited
⏩ Modern Pharmaceuticals Limited
⏩ Maks Drugs Ltd.
⏩ Medicon Pharmaceuticals Ltd.
⏩ Medimet Pharmaceuticals Ltd.
⏩ MedRx Life Science Ltd
⏩ Marker Pharmaceuticals Ltd.
⏩ Marksman Pharmaceuticals Ltd.
⏩ Momotaz Pharmaceuticals Ltd.
⏩ Mundipharma (BD) Pvt. Ltd.
⏩ Mystic Pharmaceuticals Ltd.
⏩ Naafco Pharma Ltd.
⏩ Monicopharma Limited Ltd.
⏩ Morson Pharma Ltd.
⏩ MST Pharma Ltd.
⏩ NIPRO JMI Pharma Ltd.
⏩ United Chemicals & Pharmaceuticals Ltd.
⏩ Ultra Pharma Ltd.
⏩ Unimed Unihealth MFG. Ltd.
⏩ Veritas Pharmaceuticals Ltd.
⏩ Virgo Pharmaceuticals Ltd.
⏩ Ziska Pharmaceuticals Ltd.
⏩ ZAS Corporation Pharma Ltd.
⏩ Zenith Pharmaceuticals Ltd.
⏩ National Laboratories Ltd.
⏩ Navana Pharmaceuticals Ltd.
⏩ Nipa Pharmaceuticals Ltd.
⏩ Novartis (Bangladesh) Ltd.
⏩ Novo Nordisk Pharma Ltd.
⏩ Novus Pharmaceuticals Ltd.
⏩ Nuvista Pharma Ltd.
⏩ Novelta Bestway Pharmaceuticals Ltd.
⏩ Novo Healthcare and Pharma Ltd.
⏩ One Pharma Ltd.
⏩ Opso Saline Ltd.
⏩ Opsonin Pharma Ltd.
⏩ Orbit Pharmaceuticals Ltd
⏩ Organic Health Care
⏩ Organon Bangladesh Ltd.
⏩ Orion infusion Ltd.
⏩ Orion Pharma Ltd.
⏩ Oyster Pharmaceuticals Ltd.
⏩ Popular Pharmaceuticals Ltd.
⏩ Premier Pharmaceuticals Ltd.
⏩ Pacific Pharmaceuticals Ltd.
⏩ Pharmacil Limited.
⏩ Prime Pharmaceuticals Ltd.
⏩ Pharmadesh Laboratories Ltd.
⏩ Pharmasia Pharma Ltd.
⏩ Peoples Pharma Ltd.
⏩ Pfizer Pharma Ltd.
⏩ Pharmik Laboratories Limited.
⏩ Phoenix Chemicals Laboratory Ltd.
⏩ Proteety Pharmaceuticals Ltd.
⏩ Radiant Pharmaceuticals Ltd.
⏩ Rahman Chemicals Ltd.
⏩ Rasa Pharmaceuticals Ltd.
⏩ Rephco Pharmaceuticals Ltd.
⏩ Quality Pharmaceuticals Ltd.
⏩ Reckitt & Benckiser Bangladesh Ltd.
⏩ Reliance Pharmaceuticals Ltd.
⏩ Rangs Pharmaceuticals Ltd.
⏩ Reman Drug Laboratories Ltd.
⏩ Renata Pharma Ltd.
⏩ Roche Bangladesh Limited
⏩ List of Pharmaceutical Companies.
⏩ Silva Pharmaceuticals Ltd.
⏩ Skylab Pharmaceuticals Ltd.
⏩ S.N. Pharmaceutical Ltd.
⏩ Salton Pharmaceuticals Ltd
⏩ Social Marketing Company
⏩ Somatec Pharmaceuticals Ltd.
⏩ Sandoz Pharma Ltd.
⏩ Sanofi Bangladesh LTD.
⏩ Sanofi Pasteur Pharma Ltd.
⏩ Save Pharmaceutical Ltd.
⏩ Seba Laboratories Ltd.
⏩ Seema Pharmaceuticals Ltd.
⏩ Servier Bangladesh Operation Ltd.
⏩ Shamsul Al-Amin Pharmaceutical Ltd.
⏩ Sharif Pharmaceuticals Ltd.
⏩ Silco Pharmaceutical Ltd.
⏩ Sonear Laboratories Ltd.
⏩ Spectra Oxygen Limited
⏩ Sunman-Birdem Pharma Ltd.
⏩ Supreme Pharmaceutical Ltd.
⏩ Syntho Laboratories Ltd.
⏩ Standard Laboratories Ltd.
⏩ Sun Pharmaceutical Ltd.
⏩ Team Pharmaceuticals Ltd.
⏩ Techno Drugs Ltd.
⏩ The White Horse Pharma
⏩ Therapeutics Bangladesh Ltd.
⏩ Union Pharmaceuticals Ltd.
⏩ Unique Pharmaceuticals Ltd.
ওষুধ কোম্পানিতে চাকরির যোগ্যতা
অনেকে প্রশ্ন করে থাকেন, ওষুধ কোম্পানিতে চাকরি করতে কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগে, মেডিকেলে না পারলে এ চাকরি পাওয়া যায় কিনা ইত্যাদি ইত্যাদি। আসলে যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে বিভিন্ন লোকবলের প্রয়োজন পড়ে। একটা মেডিকেলে শুধু বড় বড় ডিগ্রীধারী ডাক্তাররা চাকরি কবরে তো নয়,সেখানে ডাক্তারের পাশাপাশি নার্স থাকবে,রিসিভার থাকবে,হেলপার থাকবে,ওয়ার্ড বয় থাকবে আরো নানা পেশার মানুষ থাকবে।
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে একেক জনের পদ একেক রকম হয়ে থাকে পেতে হয়তো আপনারা সবাই জানেন। হাঁ, আপনি যদি এসএসসি পাস করেও তাহলে আপনিও ওষুধ কোম্পানিতে চাকরি করতে পারবেন। তবে আপনি যদি সাইন্স বিভাগ থেকে এইচএসসি পাস করেন তাহলে আপনার জন্য একটা অগ্রাধিকার রয়েছে। বেশিরভাগ ওষুধ কোম্পানি সায়েন্স বিভাগ থেকে প্রাধান্য দেয়।
ওষুধ কোম্পানি চাকরির খবর
আপনি যদি খেয়াল করেন তাহলে নিশ্চয় দেখবেন প্রতিমাসে ওষুধ কোম্পানিতে “সেলস অফিসার” পদে নিয়োগ দেয়া হয়। আপনি যদি প্রতি শুক্রবার সপ্তাহের পত্রিকা পড়েন তাহলে দেখবেন চাকরি পত্রিকা খোলামাত্রই ওষুধ কোম্পানিগুলো চাকরি নিয়োগের খবর রয়েছে। এসব পথের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় এইচএসসি অথবা স্নাতক পাস। তবে বেশিরভাগ সাইন্স বিভাগ থেকে স্নাতক পাশ প্রার্থীদের নিয়োগ দেয়া হয়ে থাকে। সবার মনে প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রতি মাসে ওষুধ কোম্পানিগুলো এত লোক কেন নিয়োগ দেয়া হয়ে থাকে? ওষুধ কোম্পানিগুলো এত লোক কি করে?
এবার আপনাদের আমি আসল কথায় বলি, সেলস রিপ্রেজেন্টেটিভ অফিসার পদে চাকরি করতে হলে অনেক কত পরিশ্রম করতে হয় এবং মাসিক টার্গেট ফিলাপ করতে হয়। অনেকেই লোভে পড়ে চাকরিতে যোগদান করলেও তারা খুব বেশি সময় চাকরি ধরে রাখতে পারে না। ওষুধ কোম্পানিতে এসব পদের ক্যান্ডিডেট একদিক দিয়ে যায় আর অপর দিক দিয়ে বের করে আসে। এজন্য তারা সারা বছর পত্রিকায় নিয়োগ বিজ্ঞাপন দিয়ে থাকে। বিষয়টি বুঝতে পেরেছেন নিশ্চয়ই।
ওষুধ কোম্পানির সেলস অফিসার এর কাজ কি
আপনি যদি ওষুধ কোম্পানিতে hsc পাশে ঔষধ কোম্পানিতে চাকরি করতে চান তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হল তারা আপনাকে একটি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দেবে। আপনি সেসব এলাকায় গিয়ে যতগুলো মেডিকেল এবং ফার্মেসি ডাক্তার হয়েছে তাদের সাথে কথা বলে প্রেসক্রিপশন লিখানো এবং কোম্পানির ওষুধ সরবরাহ করা।
আপনাকে একটি মাসিক টার্গেট নির্ধারণ করে দেয়া হবে। অর্থাৎ আপনাকে প্রতিমাসে ৩০,০০০ টাকার ওষুধ বিক্রি করতে হবে এবং এক মাসের ভিতরে সেই টাকা গুলো কালেক্ট করতে হবে। আমি উদাহরণ দিয়ে ৩০ হাজার টাকা ধরলাম, বিভিন্ন ওষুধ কোম্পানি নিয়ম অনুযায়ী তারা নির্দিষ্ট এলাকাভেদে একেক রকম টার্গেট নির্ধারণ করে দেয়।
এই জুনিয়র সেন্স অফিসার পদের কাজ হচ্ছে ডাক্তারদের প্রেসক্রিপশনের ওষুধ লেখানো এবং প্রতিদিন টার্গেট অনুযায়ী ফার্মেসির দোকানে ওষুধ সরবরাহ করা এবং টাকা তুলা। আপনি যদি প্রতিমাসে তাদের টার্গেট ফিলাপ করতে না পারেন তাহলে আপনার বেতন থেকে তারা টাকা কাটবে এটা প্রতিটি ওষুধ কোম্পানির নিয়ম। আমি সবকিছু খোলামেলা আলোচনা করলাম এবার সিদ্ধান্ত আপনার পালা।
ওষুধ কোম্পানিতে নিয়োগ প্রক্রিয়া
hsc পাশে ঔষধ কোম্পানিতে চাকরি সেলস রিপ্রেজেন্টেভ অফিসার পদে নিয়োগ পাওয়া খুবই সহজ। আপনি সেসব পদে আবেদন করার পরে তারা আপনাকে সরাসরি ভাইবার জন্য ডাকবে। আপনি যথাসময়ে সার্কুলার এ উল্লেখিত কাগজপত্র নিয়ে ভাইবা কেন্দ্রে পরীক্ষা দিতে যাবেন গিয়ে দেখবেন সেখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। যতবার ইন্টারভিউ দিতে যাবেন ততবারই দেখবে।
তার কারণ আমি বলছি, ওষুধ কোম্পানিগুলো পুরাতন এবং নতুন লোক গুলো একসাথে জড়ো করে। তারা পুরনো লোকগুলোকে ছাঁটাই করে যাদের চাকরি বয়স প্রায় শেষ,এবার তারা নতুন কর্মী বাছাই করে যারা ইংরেজিতে ভালো অভিজ্ঞতা রয়েছে এবং বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা রাখে। তার আগে আপনাকে অবশ্যই স্মার্ট হতে হবে। আপনার শারীরিক গঠন ফুল গেট আপ থাকতে হবে। কথাবার্তা ভদ্র এবং মার্জিত হতে হবে। নতুবা ভাইবাতে আপনাকে এলাউ করা হবে না । বাবা থেকে আপনাকে বাতিল করা হবে।
ওষুধ কোম্পানিতে চাকরির ট্রেনিং
আপনি চাকরিতে যোগদানের পর তারা আপনাকে এক মাসের জন্য ট্রেনিংয়ে পাঠাবে। অশোক কোম্পানিতে চাকরি করতে গেলে যে ট্রেনিং দেয়া হয় তা হল তাদের সবগুলো গ্রুপের ওষুধের সম্পর্কে জানা। কোন গ্রুপের জন্য কি ওষুধ লাগে সেগুলো শেখানো। এবং একজন এমবিএস কোর্স করে যা যা শেখানো হয়েছে সে বিষয়গুলো সম্পর্কে ধারণা দেবে। কোম্পানির সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা। সেই ওষুধ কোম্পানিতে কি কি ওষুধ তৈরি করা হয়, অর্থাৎ কোম্পানির সম্পর্কে বিস্তারিত প্রতিনিধি আপনাকে জানানো হবে। যাতে আপনি যে কোন গ্রাহককে সহজে আপনার কোম্পানী সম্পর্কে বুঝিয়ে বলতে পারেন। এই ট্রেনিং আপনি যদি পাস করতে না পারেন তাহলে তারা ট্রেনিং থেকে আপনাকে বাদ দেবে।
ওষুধ কোম্পানিতে চাকরির বেতন
আমি আগেই বলেছি ওষুধ কোম্পানিগুলো শুরুতেই আপনাকে একটি ভালো মানের এমাউন্ট দিয়ে চাকরি দিয়ে থাকে। বেতনের দিক দিয়ে এই চাকরি অবশ্যই ভালো। ওষুধ কোম্পানিগুলো তাদের কর্মীদেরকে পূর্ণ স্যালারি প্যাকেজ দিয়ে থাকে।
অর্থাৎ নির্দিষ্ট বেতনের সাথে অন্যান্য টাকা যুক্ত করে মোট সেলারিকে বুঝায়। আপনি যদি এইচএসসি পাশ করে ফ্রেন্ডস ডিফেন্সিটিভ অফিসার পদে চাকরিতে যোগদান করেন তাহলে আপনার বেতন দিবে কমপক্ষে ১৬,০০০ টাকা। সাথে অন্যান্য আনুষঙ্গিক ভাতা তো আছেই। আপনার যদি পূর্বে কনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আরো বেশি বেতন দেবে।
সাথে টিএ-ডিএ ভাটা অর্থাৎ যাতাযাতের ভাড়া ও অন্যান্য যাবতীয় খরচসহ কিছু টাদা প্রদান করা হবে। আপনি যদি ট্রেনিং এর অবস্থায় থাকেন এবং সফলভাবে ট্রেনিং পাশ করতে পারেন তাহলে ট্রেনিং শেষে তারা ৫০০০ টাকা প্রদান করবে ( তবে বিভিন্ন কোম্পানির উপর করবে )।
যোগাযোগের জন্য কোম্পানি আপনাকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেবে সাথে একটি ট্রাকিং ডিভাইজ প্রদান করবে যাতে কোম্পানি আপনাকে ট্যাক করতে পারে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, ইত্যাদি । তারপর আপনার চাকরির বয়স যদি ৬ মাস হয়ে থাকে তাহলে একটি মোটর সাইকেল কিনে দেবে যা প্রতিমাসে আপনার বেতন থেকে নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেবে।
কোম্পানির কাজের জন্য আপনাকে ট্রেনিং প্রদান করে করে বিভিন্ন জায়গায় পাঠাবে তবে এসব খরচ সম্পুর্ন কোম্পানি বহন করবে। কোম্পানির পক্ষ থেকে,আপনার প্রতিমাসে বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হবে আপনার ভবিষ্যতের জন্য কোম্পানির ভাষায় সেটাকে প্রোভিডেন্ট ফান্ড বলে।
ওষুধ কোম্পানিতে চাকরি না করার কিছু কারন
ওষুধ কোম্পানীগুলো যতই উচ্চমূল্যে বেতন প্রদান করুক বা অন্যান্য সুযোগ সুবিধা দিক না অনেকেই এবব চাকরি করতে চান না। অবশ্যই তার কয়েকটি কারন রয়েছে,চলুন সেই কারনগুরো জেনে নিই।
১. প্রায় সব ওষুধ কোম্পানিগুলো যদি তাদের কোম্পানিতে চাকরি করতে চান, তাহলে যোগদানের সময় তারা আপনার মূল সার্টিফিকেট জমা নেবে। যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী জমা দিতে চান না তাই চাকরি ছেড়ে চলে আসে।
২. ওষুধ কোম্পানিতে চাকরি করলে আপনাকে তারা আর অন্য কোন কোম্পানিতে চাকরি করা সুযোগ দেবে না। তারা আপনাকে প্রতিদিন সকাল ৮ টা থেকে শুরু করে রাত ১০/১১ টা পর্যন্ত কাজ করিয়ে নেবে। এমনি কি শুক্রবারেও পর্যন্ত কাজ করতে হবে, যদি কাজ না থাকে তাহলে ট্রেনিং আছে,কোথাও যেতে হবে এসব নানা কিছু একটা অজুহাত খোঁজে কাজ করিয়ে নেবে। ফলে তারা আপনাকে কোন অবসর সময় দেবে না। এজন্য অনেক কর্মী ওষুধ কোম্পানিতে চাকরি করতে চায় না বা চাকরি পেলেও ত্যাগ করে চলে আসে।
৩. ওষুধ কোম্পানিগুলো যখন কর্মী নিয়োগ দেয়, তখন তারা কর্মীদের এক থেকে দুই মাস মেয়াদে ট্রেনিং করায়। যখন কোনো কর্মী এই ট্রেনিং করে তখন বুঝতে পারেন কোম্পানি ভিতরে কি আছে, কি কি সিন্ডিকেট চলে, প্রথমে প্রথমে এগুলো বুঝবেন না যখন আপনি ফিল্ডে কাজে যাবেন কখনোই বুঝবেন, এই চাকরি মানে কি? এসব ঝামেলা দেখে আর চাকরি করতে মন চাইবে না।
৪. কিছু কিছু ওষুধ কোম্পানি চাকরিতে যোগদান করে ট্রেনিং শেষ করার পরেও তারা আপনাকে নিয়োগ দেবে না কয়েক দিনের জন্য বসিয়ে রাখবে। যাকে বলা হয় ওয়েটিং এ রাখা। এভাবে মাস দুয়েক পর বুঝবেন তারা আপনাকে চাকরিতে নিয়োগ দিচ্ছে না শুরুতেই বাদ দিয়ে দিছে।
৫. ওষুধ কোম্পানিগুলো তাদের ট্রেনাররা ট্রেনিং এর সময় বিভিন্ন তালবাহানা বের করে ক্যান্ডিডেট করে লোক ছাতাই করে দেয়। আপনার এটা ভালো হয়নি,আপনি ওটা পারেন না,এটা বুঝেন না এসব নানান কথাবার্তা বলে তারা আপনাকে চাকরি থেকে বের করে দিবে।
৬. ওষুধ কোম্পানিতে চাকরি করতে হলে, আপনার মা,বাবা,ভাই,বোন পরিবার সবকিছু ভুলে যেতে হবে এমনি কি নিজেকে ভুলতে হবে। কারণ নিজের জন্য কনো টাইম পাবেন না এমনিকি পরিবারকে সময় দেয়ার মতন আপনার কাছে ফ্রি কোন টাইম থাকবে না। আপনাকে এমন জায়গায় পোষ্টিং দেয়া হবে, আপনি কল্পনা করতে পারবেন না যে জায়গায় নাম হয়তো আগে আপনি কখনো শুনেন নি। এজন্য আপনি চাকরি ত্যাগ করতে বাধ্য হবেন।
৭. ওষুধ কোম্পানিগুলো কারা আপনাকে প্রতিদিনের জন্য টার্গেট বেঁধে দেবে। প্রতিদিন ৮ টা থেকে রাত দশটা এগারো টা পর্যন্ত দৌড়াদৌড়ি করে যেভাবে হোক সে সব টার্গেট আপনাকে পূরণ করতে হবে। যদি তাকে পূরণ করতে না পারেন তাহলে আপনাকে শান্তি পেতে হবে,নানা গালিগালাজ খেতে হবে। সব শেষে আপনি চাকরি ছাড়তে বাধ্য হবেন।
আশা করি,যারা hsc পাশে ঔষধ কোম্পানিতে চাকরি করার কথা ভাবছেন তারা হয়তো বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন। আমি এই পোষ্টে ওষুধ কোম্পানিতে চাকরির যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। ওষুধ কোম্পানির চাকরি যতটা সহজ মনে হয় কিন্তু ততটা সহজ নয়। এসব চাকরি করতে হলে অনেক সময় এবং পরিশ্রম করা দরকার।
তবে আর একটি কথা হল, দুনিয়ার সবগুলো কাজই কষ্ট,পরিশ্রম আপনাকে করতে হবে। আপনি যদি শ্রম দিতে পারেন তাহলে অবশ্যই সফল হতে পারবেন। যেহেতু তারা আপনাকে উচ্চমূল্য বেতন দিচ্ছে এবং অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে কাজ তো একটু করিয়ে নিবেই। এখন সিদ্ধান্ত আপনার। আজকে এই পর্যন্ত। আপনার পথ চলা শুভ হোক।