কুয়েতের টাকার মান বাংলাদেশে কত । ১ ডিনার = কত টাকা ?

আজকের টাকার রেট।  কুয়েতের টাকার মান বাংলাদেশে কত । ১ রিয়াল = কত টাকা ?  সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা। আজ সোমবার  ১ জুন ২০২৩। আজকে আমি আপনাদের আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা  সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি এই পোস্টটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন তাহলে আজকের বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশী টাকার রেট কত তা সঠিকভাবে জানতে পারবেন।

আমাদের প্রবাসী সার্কেল ওয়েবসাইটে প্রতিদিন বিভিন্ন দেশের টাকা অনেক সম্পর্কে নিয়মিত আপডেট দেয়া হয় । যদি আপনারা প্রতিদিন এসব আপডেট পেতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইটের ভিজি করতে ভুল বললেন না। চলুন তাহলে আজকে এই পোষ্টের মাধ্যমে কি কি বিষয় জানতে পারবো তা এক নজরে দেখে নিই।

কুয়েতের টাকার মান বাংলাদেশে কত

 

  •  কুয়েতের মুদ্রার নাম কি ?
  •   কুয়েত টাকার রেট ?
  •  আজকের টাকার রেট কুয়েত ?
  •   কুয়েত টাকার রেট বাংলাদেশ ?
  •   কুয়েত 1 টাকা বাংলাদেশের কত টাকা  ?
  •   কুয়েতের 100 টাকা বাংলাদেশের কত টাকা  ?
  •  কুয়েত ১ টাকা
  •   কুয়েত আজকের টাকার রেট
  •  কুয়েতের টাকার মান বাংলাদেশে কত ২০২৩
  •   কুয়েতের টাকার মান বেশি কেন ?
  •   কুয়েতের টাকার মান ভারতে কত ?
  •   কারেন্সি ক্যালকুরেটর ব্যবহার
  •   বিভিন্ন দেশের মুদ্রার মান

কুয়েতের মুদ্রার নাম কি ?

পৃথিবীর বিভিন্ন দেশের তাদের আর্থি লেনদেন করার জন্য নিজস্ব মুদ্রা প্রচলিত রয়েছে। যেমন বাংলাদেশের  মুদ্রাকে আমরা টাকা বলি ঠিক তেমনি কুয়েতের মুদ্রার নাম হচ্ছে ডিনার। কুয়েতের মুদ্রা বিশ্বের সবচেয়ে দামি একটি মুদ্রা। সারা পৃথিবীতে কুয়েত মুদ্রাকে সবথেকে দামী ও শক্তিশালী মুদ্রা হিসেবে গন্য করা হয়। কুয়েতের মুদ্রা ডিনারের সরকারি অফিসিয়াল ব্যাংক কোড হলো, KWD এবং কুয়েত মুদ্রার প্রতীক “KD” হিসেবে ব্যবহার করা হয়।

যদি আপনি কুয়েত প্রবাসী হন বা কুয়েতে বসবাস করেন,আপনার মাসিক আয় যদি ১০০০ ডিনার বেতন পান তাহলে বাংলাদেশি টাকায় যার মূল্য ১২,০০০  হাজার টাকার উপরে আয় করতে পারবেন। বুঝতে পেরেছেন নিশ্চয় কুয়েতের টাকার কত দামি। বন্ধুরা আজকের কুয়েতের টাকার মান বাংলাদেশে কত । ১ ডিনার = কত টাকা ? সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

কারেন্সি ক্যালকুরেটর ব্যবহার

আজকে আমরা কারেন্সি ক্যালকুলেটর ব্যবহার করে কুয়েতের ডিনার রেট জানবো। আমেরিকাসহ বিভিন্ন দেশের টাকার মান জানার অনেক পদ্ধতি রয়েছে। কেউ গুগলে চার্জ করে জেনে নেয়,কেউ সরাসরি ব্যাংকে গিয়ে জেনে আসে,অনেকে আবার গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে টাকার মান জানার জন্য। আজ আমি আপনাদের সহচেয়ে সহজ পদ্ধতি কারেন্সি ক্যালকুরেটর করে টাকার মান সম্পর্কে জানাবো। চলুন জেনে নিই-
কুয়েতের টাকার মান বাংলাদেশে কত 2

আশাকরি উপরের ছবিতে দেখতে পাচ্ছেন । এখানে কারেন্সি ক্যালকুরেটর ব্যবহার করে আজকের কুয়েতের টাকার মান বাংলাদেশে কত  টা দেখানো হয়েছে। এটি ব্যবহার করা খুবি সহজ। আপনারা প্রথমে গুগলে যাবেন সেখানে currency calculator লিখে চার্জ করুন। দেখবেন একেবারে চার্জের প্রথম রেজাল্টে চলে এসেছে। সেখান থেকে আপনি একসাথে বিভিন্ন দেশের মুদ্রার মান খুব সহজে বের করে নিতে পারবেন। তার জন্য আপনাকে কোন দেশের টাকার মান জানতে চাচ্ছেন সেই দেশের নাম সিলেক্ট করে দিবেন। তারপর নিচের স্থানে Bangladeshi Taka সিলেক্ট করে দিবেন। এবার এন্টার দিলে নিচের টাকার মান বেরিয়ে আসবে।

 কুয়েত 1 টাকা বাংলাদেশের কত টাকা  ?

আজকের কুয়েতের ১ ডিনার সমান বাংলাদেশের ৩৪৮.৬৯ টাকা ।
আপনারা সবাই জানেন, এই টাকার পরিমান মূল্য প্রতিনিয়ত উঠানামা করে। একেক সময় একেক রকম দাম হয়। এই মুদ্রার মান হঠাৎ করে অনেক সময় বেড়ে যায় আবার অনেক সময় কমে যায়। তবে খুব একটা কম/বেশি হয়না। প্রতিনিয়ত এই টাকার মান উনিশ-বিশ হয়ে থাকে।

আজকের কুয়েতের টাকার মান বাংলাদেশে কত সে  সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো কুয়েত বিভিন্ন মুদ্রা রয়েছে,সেগুলো বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত টাকা হবে চলুন তার একটি হিসাব জেনে নিই।

কুয়েত দিনার     বাংলাদেশি টাকা
১ ডিনার   ৩৪৮.৬৯ টাকা
৫ দিনার  ১,৭৪৩.৪৫ টাকা 
১০ ডিনার  ৩,৪৮৬.৯ টাকা 
২০ ডিনার  ৬,৯৭৩.৮ টাকা 
৫০ ডিনার  ১৭,৪৩৪.৫ টাকা 
১০০ ডিনার  ৩৪,৮৬৯ টাকা 
৫০০ ডিনার  ১,৭৪,৩৪৫ টাকা 
১০০০ ডিনার  ৩,৪৮,৬৯০ টাকা 

উপরের চকে সর্বশেষ আপডেট অনুযায়ী আজকের কুয়েতের টাকার মান বাংলাদেশে কত  তা দেওয়া হল। বিভিন্ন মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করলে কত টাকা আসে সেটি নিশ্চই আপনারা জানতে পেরেছেন। এই পেজে আপনার প্রতিদিন এভাবে নিয়মিত জানতে পারবেন।

বিভিন্ন দেশের মুদ্রার নাম

দেশের নাম  মুদ্রা

বাংলাদেশটাকা,পাকিস্তানরুপি, ভারত রুপি, শ্রীলঙ্কা রুপি ,মালদ্বীপরুফিয়াহ ,নেপাল রুপি ,ভুটান গুলট্রাম ,আফগানিস্তান আফগানি ,মায়ানমার– কিয়াট ,থাইল্যান্ড বাত ,ভিয়েতনাম ডোং, কম্বোডিয়া রিয়েল ,লাওস কিপ ,ব্রুনাই ডলার, সিঙ্গাপুর ডলার ,মালয়েশিয়া রিংগিত,ফিলিপাইন পেসো ,ইন্দোনেশিয়ারুপিয়াহ ,পূর্ব তিমুর ডলার , দক্ষিণ কোরিয়া– ওন ,উত্তর কোরিয়া রিয়াল ,ইরাক  দিনার ,কুয়েত দিনার ,সৌদি আরব রিয়াল ,কাতার রিয়াল, বাহরাইন দিনার ,সংযুক্ত আরব – দিরহাম ,ওমান রিয়াল ,ইসরায়েলশেকেল , রাশিয়া রুবল ,যুক্তরাজ্যইউরো ,ফ্রান্স ইউরো , ইতালি ইউরো ,জার্মানি ইউরো, তুরস্ক  লিরা ,ডেনমার্কক্রোন ,নরওয়ে ক্রোন ,সুইডেনক্রোনা ,ফিনল্যান্ড  ইউরো ,পোল্যান্ড জলোটি ,অস্ট্রেলিয়া  ডলার ,নিউজিল্যান্ড   -ডলার ) ।

এই ছিলো বিভিন্ন দেশের মুদ্রার নাম। তবে এখানে উল্লেখযোগ্য কয়েকটি দেশের মুদ্রার নাম তুলে ধরেছি। সচরাচর এসব দেশে আমাদের বাঙলাদেশ থেকে অনেক প্রবাসী রয়েছে। যেসব দেশে বাংলাদেশী প্রবাসী সংখ্যা কম সেসব দেশের মুদ্রার নাম উল্লেখ করা হয়নি।

সচরাচর জিজ্ঞাসা

প্রশ্ন-১:  কুয়েত 1 টাকা বাংলাদেশের কত টাকা  ?

উত্তর : আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েতের ১ ডিনার  =  ৩৪৮.৬৯ বাংলাদেশি টাকা।

প্রশ্ন-২:  কুয়েতের মাথাপিছু আয় কত ?

উত্তর : বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ কুয়েতের মাথাপিছু আয় ৬৭ হাজার ৯০০ মার্কিন ডলার। বিশ্বের মধ্যে রয়েছে ৫ এর ভিতরে।

 প্রশ্ন-৩:  কুয়েতের  রাজধানীর নাম কি ?

উত্তর : কুয়েতের রাজধানীর নাম হল কুয়েত সিটি।

প্রশ্ন-৪: কুয়েতের সর্বনিম্ন বেতন কত ?

উত্তর : এটা নিদিষ্ট করে বলা সম্ভব নয়। তবে সর্বনিম্ন বেতন ধরা হয় ৪০০ ডলার যা বাংলাদেশির টাকায় ১৩৯,৪৭৬ টাকা প্রায়।

প্রশ্ন-৫:  কুয়েত টাকার নাম কি ?

উত্তর : কুয়েত টাকার নাম কুয়েতি ডিনার !

প্রশ্ন-৬: কুয়েতের 10 টাকা বাংলাদেশের কত টাকা  ?

উত্তর : কুয়েত ১০ ডিনার বাংলাদেশের ৩,৪৮৬.৯ টাকা।

প্রশ্ন-৭: কুয়েতের ৫০ ডিনার বাংলাদেশের কত টাকা ?

উত্তর : কুয়েতের ৫০ দিনার বাংলাদেশের ১৭,৪৩৪.৩ টাকা।

প্রশ্ন-৮:  ১০০ কুয়েতি ডিনার সমান কত টাকা ?

উত্তর : ১০০ কুয়েতি ডিনার সমান বাংলাদেশি টাকায় ৩৪,৮৬৯ টাকা।

প্রশ্ন-৯: ১০০০ কুয়েতি ডিনার  সমান বাংলাদেশের কত টাকা ?

 উত্তর : ১০০০ কুয়েতি ডিনার সমান বাংলাদেশের ৩,৪৮,৬৯০ টাকা।

প্রিয় পাঠক,আপনারা আজকের কুয়েতের টাকার মান বাংলাদেশে কত । ১ ডিনার = কত টাকা ? জেনে গেছেন। বিশেষ করে কুয়েত প্রবাসী ভাইদের জন্য এই পোষ্টটি দারুন  উপকারে আসবে। অনেক প্রবাসী ভাই দেশে টাকা পাঠাতে নানা ঝামেলা পোহাতে হয়,তারা অনেকে আসল সঠিক টাকার মান সম্পর্কে জানেন না। কারনে যে সময়ে টাকার রেট বেশি থাকবে সেই সময়ে টাকা পাঠাতে পারলে একটু বেশি টাকা পাওয়া যায়। হাজার ফোঁটা ঘামে কষ্টে উপার্জিত টাকা কিছুটা হলেও যেন একটু বাড়তি পায়।
তাই প্রবাসী ভাইয়েরা যারা দেশে বাংলাদেশে টাকা পাঠাতে চান তারা নিয়মিত এই ওয়েবসাইটে চোখ রাখুন। এতে আপনারা বিভিন্ন দেশের সঠিক টাকা রেট সম্পর্কে জানতে পারবেন। সবাইকে অনেক শুভকামনা।

Related Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2024 Widedetails - All Rights Reserved