ওমানের টাকার রেট বাংলাদেশ

ওমানের টাকার রেট বাংলাদেশ । আজকে আমি আপনাদের ওমানের টাকার রেট বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি এই পোস্টটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন তাহলে আজকের বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশী টাকার রেট কত তা সঠিকভাবে জানতে পারবেন।

আমাদের প্রবাসী সার্কেল ওয়েবসাইটে প্রতিদিন বিভিন্ন দেশের টাকা অনেক সম্পর্কে নিয়মিত আপডেট দেয়া হয় । যদি আপনারা প্রতিদিন এসব আপডেট পেতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইটের ভিজিট করতে ভুল বললেন না। চলুন তাহলে আজকে এই পোষ্টের মাধ্যমে কি কি বিষয় জানতে পারবো তা এক নজরে দেখে নিই।

ওমানের টাকার রেট বাংলাদেশ

➤ ওমানের মুদ্রার নাম কি ?
➤ ওমান টাকার রেট
➤ ওমানের ১ রিয়াল কত টাকা ?
➤ বর্তমানে ওমান রিয়াল রেট কত ?
➤ ওমান রিয়াল আজকের রেট কত বাংলাদেশ ?
➤ ওমান রিয়াল আজকের রেট কত বাংলাদেশের ?
➤ আজকের ওমান রিয়াল রেট
➤ ওমান ১০০০ রিয়াল বাংলাদেশের কত টাকা ?
➤ ১ রিয়াল = কত টাকা ?
➤ ওমান রিয়াল রেট
➤ আজকের ওমান রিয়াল রেট কত ?
➤ আজকে ওমান রিয়াল রেট কত ?
➤ ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা ?
➤ কারেন্সি ক্যালকুরেটর ব্যবহার
➤ বিভিন্ন দেশের মুদ্রার মান

ওমানের মুদ্রার নাম

আপনারা নিশ্চয় জানেন পৃথিবীর বিভিন্ন দেশের তাদের আত্মিক লেনদেনের জন্য বিভিন্ন মুদ্রা প্রচলিত রয়েছে। বাংলাদেশের যেমন মুদ্রাকে আমরা টাকা বলি ঠিক তেমনি ওমানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। ওমানের মুদ্রার নাম রিয়াল বলে পৃথিবীর কাছে চিহ্নিত করা হয়। আপনারা জেনে অবাক হবেন ওমানের এই মুদ্রা কি পৃথিবীর অন্যতম দামি একটি মুদ্রা।

এই মুদ্রাটি আমেরিকার ডলারের চেয়ে কয়েকগুন দাম বেশি। যদি আপনি ওমানে প্রবাসে হন ধরে নিই,মাসে যদি ১০০ রিয়ার বেতন পান তাহরে বাংলাদেশি টাকার ২৪০০০ হাজার টাকার উপরে আয় করতে পারবেন। বুঝতে পারছেন নিশ্চই ওমানের মুদ্রার মূল্য কত ? বন্ধুরা আজকের এই দামী মুদ্রা সম্পর্কে ১ রিয়াল সমান বাংলাদেশের কত টাকা হয় সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো।

কারেন্সি ক্যালকুরেটর ব্যবহার

ওমানসহ বিভিন্ন দেশের টাকার মান জানার অনেক পদ্ধতি রয়েছে। কেউ গুগলে চার্জ করে জেনে নেয়,কেউ সরাসরি ব্যাংকে গিয়ে জেনে আসে,অনেকে আবার গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে টাকার মান জানার জন্য। আজ আমি আপনাদের সহচেয়ে সহজ পদ্ধতি কারেন্সি ক্যালকুরেটর করে টাকার মান সম্পর্কে জানাবো। চলুন জেনে নিই-

আশাকরি উপরের ছবিতে দেখতে পাচ্ছেন । এখানে কারেন্সি ক্যালকুরেটর ব্যবহার করে আজকের ওমানের টাকার রেট বাংলাদেশ টাকার মান কত টা দেখানো হয়েছে। এটি ব্যবহার করা খুবি সহজ। আপনারা প্রথমে গুগলে যাবেন সেখানে currency calculator লিখে চার্জ করুন। দেখবেন একেবারে চার্জের প্রথম রেজাল্টে চলে এসেছে। সেখান থেকে আপনি একসাথে বিভিন্ন দেশের মুদ্রার মান খুব সহজে বের করে নিতে পারবেন। তার জন্য আপনাকে কোন দেশের টাকার মান জানতে চাচ্ছেন সেই দেশের নাম সিলেক্ট করে দিবেন। তারপর নিচের স্থানে Bangladeshi Taka সিলেক্ট করে দিবেন। এবার এন্টার দিলে নিচের টাকার মান বেরিয়ে আসবে।

➤ আজকের ওমান রিয়াল রেট কত ?

আজকের ওমানি ১ রিয়াল = বাংলাদেশের ২৭৯.২০ টাকা

একটি কথা মনে রাখা ভাল সেটি হচ্ছে, এই টাকার পরিমান মূল্য প্রতিনিয়ত উঠানামা করে। একেক সময় একেক রকম দাম হয়। এই মুদ্রার মান হঠাৎ করে অনেক সময় বেড়ে যায় আবার অনেক সময় কমে যায়। তবে খুব একটা কম/বেশি হয়না। প্রতিনিয়ত এই টাকার মান উনিশ-বিশ হয়ে থাকে।

➤ ওমান টাকার রেট

আজকের ওমানের টাকার রেট সম্পর্কে আমরা জানতে পারলোম। এখন আমরা জানবো ওমানের যে বিভিন্ন মুদ্রা রয়েছে,সেগুলো বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত টাকা হবে চরুন তার একটি হিসাব জেনে নিই।

ওমানের টাকার রেট বাংলাদেশ

উপরের দেওয়া ছবিতে সর্বশেষ আপডেট অনুযায়ী আজকের ওমানের বিভিন্ন মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করলে কত টাকা আসে সেটি নিশ্চই আপনারা জানতে পেরেছেন। এই পেজে আপনার প্রতিদিন এভাবে নিয়মিত জানতে পারবেন।

➤ বিভিন্ন দেশের মুদ্রার মান

পৃথিবীর বিভিন্ন দেশের বসবাসরত প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার্থে আমাদের এই ওয়েবসাইটে টাকার মান নিয়ে নিয়মিত আপডেট দিয়ে থাকি। তারই ধারাবাহিকতার আজকের এই পোষ্ট। প্রবাসী ভাইয়েরা প্রতিনিয়ত সকল দেশের আসল বিনিময় জেনে টাকা পাঠাতে পারে। এখানে বিভিন্ন বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করলে কত আসে তা সঠিক নির্ভূল তথ্য নিয়মিত তুরে ধরা হয়। চলুন পাঠক,আজকের বিভিন্ন দেশের মুদ্রার মান সম্পর্কে জেনে নিই।

সর্বশেষ আপডেট ১৮-০৫-২০২৩

দেশ ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশ

ওমান ১ রিয়াল – ২৭৯.২০ টাকা

মালয়েশিয়া ১ রিংগিট – ২৪.০০ টাকা

মার্কিন ১ ডলার – ১০৭.৫০ টাক

সৈৗদি ১ রিয়াল – ২৮.৬৪ টাকা

ইটালি ১ ইউরো – ১১৯.১৫ টাকা

ইউরোপীয় ১ ইউরো – ১১৬.৭৩ টাকা

অস্ট্রেলিয়া ১ ডলার – ৭১.৪৪ টাকা

ব্রিটের ১ পাউন্ড – ১৩৩.২১ টাকা

সিঙ্গাপুর ১ ডলার – ৮০.৯০ টাকা

ইউ এ ই ১ দিরহাম – ২৯.৩৯ টাকা

কানাডিয়ান ১ ডলার – ৭৭.৫৪ টাকা

নিউজিল্যান্ড ১ ডলার – ৬৬.০০ টাকা

কুয়েত ১ দিনার – ৩৫০.৪৯ টাকা

বাহরাইন ১ ডিনার – ২৮৬.২১ টাকা

কাতারি ১ রিয়াল – ২৯.৬০ টাকা

জাপান ১ ইয়েন – ০.৭৯০ টাকা

দক্ষিন কোরিয়া ১ ওন – ০.০৮০২ টাকা

ভারত ১ রুপি – ১.২৯ টাকা

সুইজারল্যান্ড ১ ফ্রেঞ্জ – ১১৮.৭০ টাকা

দক্ষিন আফ্রিকা ১ রান্ড – ৫.৫৬ টাকা

এই ছিলো আজকের বৈদেশিক টকার রেট। তবে এটি শুধু টাকা পাঠানোর ক্ষেত্রে। এটি বিভিন্ন দেশের প্রবাসীদের শুধুমাত্র টাকা পাঠাপনোর ক্ষেত্রে প্রযোজ্য। যদি মুদ্রা ক্রয় করতে চান তাহলে মান পরিবর্তন হবে।

➤ ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা ?

আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী ওমানের ১০০ রিয়াল = ২৭,৯১৯.৭৬ বাংলাদেশি টাকা।

প্রিয় পাঠক,আপনারা ওমানের টাকার রেট বাংলাদেশ সম্পর্কে আশারাখি বিস্তারিত জেনে গেছেন। বিশেষ করে ওমান প্রবাসী ভাইদের জন্য এই পোষ্টটি দারুন উপকারে আসবে। অনেক প্রবাসী ভাই দেশে টাকা পাঠাতে নানা ঝামেলা পেহাড়ে হয়,তারা অনেকে আসল সঠিক টাকার মান সম্পর্কে জানেন না। কারনে যে সময়ে টাকার রেট বেশি থাকবে সেই সময়ে টাকা পাঠাতে পারলে একটু বেশি টাকা পাওয়া যায়। হাজার ফোঁটা ঘামে কষ্টে উপার্জিত টাকা কিছুটা হলেও বাড়তি পায়।

Related Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2024 Widedetails - All Rights Reserved