আজকের টাকার রেট কত বিভিন্ন দেশের মুদ্রার মান (আপডেট )

আজকের টাকার রেট কত ? পৃথিবীর সকল দেশের মুদ্রার মান প্রতিদিন পরিবর্তন হয় এবং একেক দেশের টাকার মান ভিন্নভাবে কম বা বেশি হয় । বিভিন্ন দেশে কাজ করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক লোক বাইরে চলে যায়। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীরা অত্যান্ত দক্ষ ও সুনামের সাথে কাজ করে যাচ্ছে । বেশিরভাগ লোক কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার আগে এবং যারা বিদেশে গিয়েছেন সেই প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশের বর্তমান টাকার মান সম্পর্কে জানতে চায়।

বিশ্বের সকল দেশে কাজের মাসিক বেতন সেই দেশের মুদ্রায় প্রদান করা হয়ে থাকে । তাই সবার অবশ্যই জানা প্রয়োজন বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করলে কত টাকা হয়। যখন বিভিন্ন মুদ্রার মান জানা থাকে,তাহলে কাজ করে মাস শেষে আপনি বাংলাদেশে কত টাকা বেতন পাবেন তা সহজে হিসাব করতে পারেন। এছাড়াও বিভিন্ন কারেন্সি বর্তমান মান সম্পর্কে জানা থাকলে প্রবাসীদের দেশে টাকা পাঠাতে সুবিধা হয়।

তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বিভিন্ন মুদ্রা একচেঞ্জ করলে বাংলাদেশের আজকের টাকার রেট কত তা নিয়ে আলোচনা করব। আশা করি এই পোস্টের মাধ্যমে আপনি বিভিন্ন দেশের টাকার নাম এবং সেই দেশের মুদ্রার মান সম্পর্কে জানতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ।

আজকের টাকার রেট কত

সর্বশেষ তথ্য আপডেট- ৩০-০৫- ২০২৩ মঙ্গলবার। সকাল ১০ টা ২০ মিনিট।

দেশ ও বৈদেশিক  মুদ্রা    বাংলাদেশি টাকা                                        
ইন্ডিয়ান ১ রুপি  ১টাকা ২৮ পয়সা (ব্যাংক,বিকাশ/ক্যাশ) 
   দক্ষিণ কোরিয়ান ১ ওন   ০.০৮১২টাকা  (ব্যংক) ( বিকাশ ০.০৮১) (ক্যাশ ০.০৮১২) 
জাপানি ১ ইয়েন  ০.৭৬৩ টাকা * (ব্যাংক) (বিকাশ ০.৭৬৪) ( ক্যাশ ০.৭৬১) 
দক্ষিণ আফ্রিকান ১ রান্ড  ৫টাকা ও ৫ পয়সা 
সুইজারল্যান্ডের ১ ফ্রেঞ্জ  ১১৭টাকা ৮১ পয়সা -( ব্যাংক, বিকাশ ১১৬.৯৭, ক্যাশ ১১৫.৫৪) 
কুয়েত ১ দিনার  ৩৫০ টাকা ২৬ পয়সা  ( ব্যাংক/বিকাশ,ক্যাশ ৩৫০.৭৭) 
কাতার ১ রিয়াল  ২৯ টাকা ৬৩ পয়সা ( ব্যাংক,বিকাশ.ক্যাশ) 
বাহরাইন ১ দিনার  ২৮৬ টাকা ২১ পয়সা – ( ব্যাংক,বিকাশ,ক্যাশ ২৮৬১০) 
 ওমান ১ রিয়াল ২৭৮ টাকা ০০ পয়সা ( ব্যাংক,বিকাশ/ক্যাশ ) 
কানাডা ১ ডলার  ৭৭ টাকা ১২ পয়সা ( ব্যাংক,বিকাশ ৭৭.৯৯,ক্যাশ ৭৭.৫৭ ) 
নিউজিল্যান্ড ১ ডলার  ৬৪ টাকা ৪৫ পয়সা  ( ব্যাংক,বিকাশ ৬৪.৫৪, ক্যাশ ৬২.৬০ ) 
অস্ট্রেলিয়া ১ ডলার   ৭০ টাকা ১০ পয়সা  ( ব্যাংক,বিকাশ/ক্যাশ ) 
 সিঙ্গাপুর ১ ডলার ৭৯ টাকা ৯০ পয়সা ( ব্যাংক,বিকাশ ৭৯.৫৮,ক্যাশ ৭৮.৮০ ) 
 ব্রিটেন ১ পাউন্ড ১৩২ টাকা ১৬ পয়সা ( ব্যাংক,বিকাশ ১৩০.৭১, ক্যাশ ১৩৩.৩৮) 
 ইতালি ১ ইউরো ১১৭ টাকা ০০ পয়সা ( ব্যাংক,বিকাশ/নগদ ১১৬.৮০) 
 ইউরোপীয় ১ ইউরো ১১৫ টাকা ০৮ পয়সা  ( ব্যাংক,বিকাশ ১১৩.৩১, ক্যাশ ১১৫.৬২) 
মার্কিন ১ ডলার   ১০৭ টাকা ৫৫ পয়সা ( ব্যাংক,বিকাশ/রকেট ১০৬.৭৫, ক্যাশ ১০৭৭৩) 
সৌদি ১ রিয়াল  ২৯ টাকা ০০ পয়সা ( ব্যাংক,বিকাশ,ক্যাশ ২৮.৬৪ ) 
মালয়েশিয়া ১ রিংগিত  ২৩ টাকা ২০ পয়সা  ( ব্যাংক,বিকাশ ২৩.২০,ক্যাশ ২৩.২০) 
হংহং ১ ডলার  ১৩ টাকা ৬৯ পয়সা 

এই ছিলো বিভিন্ন দেশের আজকের টাকার রেট। তবে দুরত্ব ও সময়ের উপর করে টাকার মান পরিবর্তন হতে পারে আর এসব টাকার মান ক্রয় ও বিক্রয়ের উপর নির্ভর করে গড় তথ্য প্রদান করা হয়। তাই আসল আপডেট টাকার মান জানতে হলে আপনার নিকটস্থ ব্যাংকে গিয়ে জেনে আসতে পারেন। এখানে শুধুমাত্র প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকা পরিবর্তন করলে কত আসে তা তুলে ধরা হয়।

বিভিন্ন দেশের মুদ্রার নাম

বাংলাদেশ = টাকা
পাকিস্তান = রুপি
ভারত = রুপি
শ্রীলঙ্কা = রুপি
মালদ্বীপ = রুফিয়াহ
নেপাল = রুপি
ভুটান = গুলট্রাম
আফগানিস্তান = আফগানি
মায়ানমার = কিয়াট
থাইল্যান্ড = বাত
ভিয়েতনাম = ডোং
কম্বোডিয়া = রিয়েল
লাওস = কিপ
ব্রুনাই = ডলার
সিঙ্গাপুর = ডলার
মালয়েশিয়া = রিংগিত
ফিলিপাইন = পেসো
ইন্দোনেশিয়া = রুপিয়াহ
পূর্ব তিমুর = ডলার
কাজাখস্তান = টেঙ্গে
উজবেকিস্তান = সোম
তুর্কমেনিস্তান = মানাত
দক্ষিণ কোরিয়া = ওন
উত্তর কোরিয়া = ওন
ইরান = রিয়াল
ইরাক = দিনার
কুয়েত = দিনার
সৌদি আরব = রিয়াল
কাতার = রিয়াল
বাহরাইন = দিনার
সংযুক্ত আরব = দিরহাম
আমিরাত
ওমান = রিয়াল
ইসরায়েল = শেকেল
রাশিয়া = রুবল
যুক্তরাজ্য = ইউরো
ফ্রান্স = ইউরো
ইতালি = ইউরো
জার্মানি = ইউরো
তুরস্ক = লিরা
ডেনমার্ক = ক্রোন
নরওয়ে = ক্রোন
সুইডেন = ক্রোনা
ফিনল্যান্ড = ইউরো
পোল্যান্ড = জলোটি
অস্ট্রেলিয়া = ডলার
নিউজিল্যান্ড = ডলার

এই ছিলো বিভিন্ন দেশের মুদ্রার নাম। তবে এখানে উল্লেখযোগ্য কয়েকটি দেশের মুদ্রার নাম তুলে ধরেছি। সচরাচর এসব দেশে আমাদের বাঙলাদেশ থেকে অনেক প্রবাসী রয়েছে। যেসব দেশে বাংলাদেশী প্রবাসী সংখ্যা কম সেসব দেশের মুদ্রার নাম উল্লেখ করা হয়নি।

কখন টাকা পাঠালে টাকা বেশি পাবেন

প্রায় প্রতিটি দেশের টাকার মান সব সময় উটা-নামা করে। আপনি যে দেশে যে কোম্পানীতে কর্মরত আছেন লক্ষ্য রাখবেন,কখন বিনিময়ের হার বেড়ে যায়। যখনি বিনিময়ের হার বা টাকার মান বেড়ে যাবে আপনি তখনি টাকা পাঠাবেন তাহলে কিছুটা টাকার পরিমান বেশি পাবেন।

কিভাবে টাকা পাঠাবেন ?

বিদেশ থেকে টাকা পাঠানোর অনেকগুলো মাধ্যম রয়েছে। তবে আপনি যে কনো মাধ্যমে টাকা পাঠান না কেন চেষ্টা করবেন অবশ্যই বৈধ পথে বটাকা পাঠাতে। অনেকে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমেও টাকা পাঠিয়ে থাকে। নিরাপদ উপায়ে টাকা পাঠানোর সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ব্যাংক। আপনি যদি বৈধ পথে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তাহলে সরকারের কাছ থেকে ২.৫% প্রনোদনা পাবেন। কখনো হুন্ডি অথবা কনো অবৈধ পথে টাকা পাঠাবেন না।

শেষকথা

আশাকরি বিভিন্ন দেশের আজকের টাকার রেট কত জানতে পেরেছেন। অনেক প্রবাসী ভাই দেশে টাকা পাঠাতে নানা ঝামেলা পোহাতে হয়,তারা অনেকে আসল সঠিক টাকার মান সম্পর্কে জানেন না। কারনে যে সময়ে টাকার রেট বেশি থাকবে সেই সময়ে টাকা পাঠাতে পারলে একটু বেশি টাকা পাওয়া যায়। হাজার ফোঁটা ঘামে কষ্টে উপার্জিত টাকা কিছুটা হলেও যেন একটু বাড়তি পায়।

তাই যারা দেশে বাংলাদেশে টাকা পাঠাতে চান তারা নিয়মিত এই ওয়েবসাইটে চোখ রাখুন। এতে আপনারা বিভিন্ন দেশের সঠিক টাকা রেট সম্পর্কে জানতে পারবেন। সবাইকে অনেক শুভকামনা।

Related Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2024 Widedetails - All Rights Reserved