রোমানিয়া 1 টাকা বাংলাদেশের কত টাকা

আজ ৩০ মে ২০২৩ ইং রোজ মঙ্গলবার। এই পোস্টটির টাইটেল দেখে আপনারা হয়তো ইতিমধ্যেই বুঝে গেছেন এই পোস্টটির বিষয়টি। এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের জানাবো আজকের রোমানিয়া 1 টাকা বাংলাদেশের কত টাকা।

প্রবাসীদের জন্য যারা প্রবাসে থাকেন বা প্রবাসে যেতে চান, তাদের জন্য রোমানিয়া কারেন্সি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। অনেকে ডলার সম্পর্কে জানেন, কিন্তু আজকের রোমানিয়া টাকার সম্পর্কে তার মতো ধারণা নেই। বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসীদের জন্য যারা রোমানিয়া চলে যেতে চান, তাদের অবশ্যই রোমানিয়া কারেন্সি সম্পর্কে জানা আবশ্যক।

রোমানিয়া যাওয়ার প্রত্যাশী সকল প্রবাসীদের জন্য জানা থাকা দরকার রোমানিয়ার আজকের রেট কতো টাকা। কারণ আমরা মা-বাবা, আত্মীয়-স্বজনদের ভুলে বিদেশে কাজ করি দুই টাকা বেশি আয়ের আশায়। তাই প্রত্যেক প্রবাসীর জন্য, আপনি যে দেশে যাত্রা করতে চান সেই দেশের মুদ্রার সম্পর্কে জানতে হবে। তাই এই পোস্টে যারা রোমানিয়া যাত্রা করতে চান বা ইতিমধ্যেই রোমানিয়া প্রবাস করছেন, তাদের জন্য এই পোস্টের বিষয়বস্তু হলো রোমানিয়া 1 টাকা বাংলাদেশের কত টাকা বা রোমানিয়া রেট কতো।

রোমানিয়া 1 টাকা বাংলাদেশের কত টাকা

অনেক প্রবাসী ভাই আজকের রোমানিয়া 1 টাকা বাংলাদেশের কত টাকা জানতে বিভিন্ন সোর্স থেকে খোঁজ নেন। কিন্তু আসল টাকার রেটের সঠিক তথ্য পানা না। সেখানে অনেক ভুল ও অসঠিক তথ্য দেওয়া হয় । আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাকে সঠিক রোমানিয়া 1 টাকা বাংলাদেশের কত টাকা এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেট সম্পর্কে জানিয়ে দিবো। চলুন, কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
রোমানিয়া 1 টাকা বাংলাদেশের কত টাকা

আপনাদের অনেকে সম্ভবত জানতেন যে বিভিন্ন দেশের মুদ্রার মান পরিবর্তনশীল। প্রাপ্ত সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী, যদি আমরা দুবাইর মুদ্রা কে বাংলাদেশের মুদ্রায় রূপান্তর করি, তবে কত টাকা পাবো সেটি জানতে নিচের ছবিটি দেখুন। এটি আজকের চলমান টাকা রেটের উত্তর।

রোমানিয়া 1 টাকা বাংলাদেশের কত টাকা

আপনি বর্তমান রোমানিয়া টাকার রেট জানার জন্য নানারকম বিভিন্ন ওয়েবসাইটে খোঁজার দরকার নেই । প্রতিদিনের আপডেট তথ্য জানতে হলে আপনি গুগলে “romania money to bangladesh taka ” লিখে সার্চ করতে পারেন। উপরের ছবির মতন সার্জে প্রথমেই আসবে সঠিক তথ্য। আমি আশা করি রোমানিয়া 1 টাকা বাংলাদেশের কত টাকা মুদ্রা পরিবর্তন হয়েছে তা ইতিমধ্যে জেনে গেছেন।

রোমানিয়া টাকার রেট ইন্ডিয়া

প্রবাসী বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী দেশ ইন্ডিয়া থেকে অনেক প্রবাসী ভাই দুবাই টাকার রেট সম্পর্কে প্রশ্ন করে থাকেন এবং সেই বিষয়ে তথ্য পেতে চান। কারণ, ইন্ডিয়া থেকে অনেক প্রবাসী ভাই সৌদিতে কাজ করেন। সৌদি আরব টাকার রেট ইন্ডিয়া সম্পর্কে আপডেট তথ্য পেতে গুগলে লিখুন romania currency to india rupees। তারপর এন্টার প্রেস করুন। নিচে ছবিটি দেখুন।

রোমানিয়া টাকার রেট ইন্ডিয়া

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন,আজকের রোমানিয়ার ১ টাকা = ইন্ডিয়ার ১৭.৮৪ টাকা । বাংলাদেশ থেকে ইন্ডিয়া টাকার মান ৬ টাকা কম।

রোমানিয়া টাকার মান

আপনি চিত্রে দেখতে পাচ্ছেন, রোমানিয়া ১ টাকা সমান বাংলাদেশের ২৩.১৯ টাকা। তবে আমি আগেই বলেছি, বিশ্ববাজারের অর্থনৈতিক কারণে টাকা ও ডলারের মান প্রতিনিয়ত উঠানামা করে। এর ফলে আজকের টাকার রেট যে কোন সময় কমবেশি হতে পারে। তাই প্রতিদিন এসব আপডেট তথ্য জানতে গুগলে সার্চ করুন অথবা মোবাইলে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে জেনে নিন । যে কোন দেশের টাকার মান আপনি চেক করতে পারবেন।

রোমানিয়া ৫০০ টাকা বাংলাদেশের কত টাকা

অনেক জানতে চান রোমানিয়া 500 টাকা বাংলাদেশের কত টাকা হবে? চলুন হিসাবটি জেনে নিই। আজকের তারিখ অনুযায়ী রোমানিয়া ১ লিউ সমান হল বাংলাদেশের ২৩.১৯ টাকা। যদি সে হিসেবে ধরি তাহলে, ১০০ রিয়াল = ২,৩১৯ টাকা। সুতরাং রোমানিয়া ৫০০ লিউ = বাংলাদেশের ১১,৫৯৫ টাকা। ১০০০ লিউ = ২৩,১৯০০ টাকা। চলুন তাহলে চকের মাধ্যমে হিসাবটি দেখে নিই।

রোমানিয়া আজকের টাকার রেট

রোমানিয়া ১ টাকা সমান বাংলাদেশের ২৩.১৯ টাকা ।

রোমানিয়া লিউ বাংলাদেশি টাকা
১ লিউ  ২৩.১৯  টাকা 
১০ লিউ  ২৩১.৯ টাকা 
২০ লিউ  ৪৬৩.৮ টাকা 
৫০ লিউ  ১,১ ৫৯.৫ টাকা
১০০ লিউ  ২,৩১৯ টাকা
১,০০০ লিউ  ২৩,১৯০ টাকা 
১০,০০০ রিউ  ২৩১.৯০০ টাকা 

রোমানিয়া মুদ্রার নাম কি

রোমানিয়ার মুদ্রার পরিচিতি :

বাংলাদেশের যেমন নিজস্ব মুদ্রা প্রচলন রয়েছে ঠিক তেমনি রোমানিয়ার তাদের নিজস্ব ইউনিক মুদ্রা রয়েছে। তবে বাংলাদেশের টাকার চেয়ে সৌদি আরবের মুদ্রা কয়েকগুন বেশি শক্তিশালী। আন্তজার্তিক বাজারে তাদের মুদ্রান মান অনেক বেশি। রোমানিয়ার সেই শক্তিশালী মুদ্রার নাম হল রোমানিয়ান লিউ।

রুমানিয়া মুদ্রার নাম হলোঃ রোমানিয়ান লিউ। রোমানিয়ার মুদ্রা ব্যাংক কোড হলঃ (RON).

বাংলাদেশের মত রোমানিয়া আর্থিক লেনদেনের জন্য বিভিন্ন নোট ব্যবহার করে। তারা যে সমস্ত নোটগুলো ব্যবহার করে সেগুলো হল- ৫,১০,২০,৫০,১০০,২০০,৫০০,১০০০ রিয়াল।

সচরাচর জিজ্ঞাসা

➤ রোমানিয়া 1 টাকা বাংলাদেশের কত টাকা

উত্তর : রোমানিয়ার ১ টাকা সমান বাংলাদেশের ২৩.১৯ টাকা ।

➤ রোমানিয়ার মুদ্রার নাম কি ?

উত্তর : রোমানিয়া মুদ্রার নাম হলোঃ রোমানিয়ান লিউ। রোমানিয়ার মুদ্রা ব্যাংক কোড হলঃ (RON).

➤ রোমানিয়া রাজধানীর নাম কি ?

উত্তর : রোমানিয়া রাজধানীর নাম বুখারেস্ট ।

➤ রোমানিয়া প্রধানমন্ত্রীর নাম কি ?

উত্তর : বর্তমান রোমানিয়ার প্রধানমন্ত্রীর নাম হল মি. নিকোলাই – আয়োলেন চুকার ।

➤ রোমানিয়া বাংলাদেশি সংখ্যা কত ?

উত্তর : রোমানিয়ায় বাংলাদেশি জনসংখ্যা প্রায় ১৩ হাজার ।

➤ রোমানিয়া মাথাপিছু আয় কত ?

উত্তর : রোমানিয়া মাথাপিছু আয় ১১,৫৪১ মার্কিন ডলার ।

প্রিয় পাঠক,আপনারা আজকের রোমানিয়া 1 টাকা বাংলাদেশের কত টাকা জেনে গেছেন। বিশেষ করে রোমানিয়া প্রবাসী ভাইদের জন্য এই পোষ্টটি দারুন উপকারে আসবে। অনেক প্রবাসী ভাই দেশে টাকা পাঠাতে নানা ঝামেলা পোহাতে হয়,তারা অনেকে আসল সঠিক টাকার মান সম্পর্কে জানেন না। কারনে যে সময়ে টাকার রেট বেশি থাকবে সেই সময়ে টাকা পাঠাতে পারলে একটু বেশি টাকা পাওয়া যায়। হাজার ফোঁটা ঘামে কষ্টে উপার্জিত টাকা কিছুটা হলেও যেন একটু বাড়তি পায়।

Related Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2024 Widedetails - All Rights Reserved