আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা ?

আজকের টাকার রেট। আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা ? সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা। আজ সোমবার ২৯ মে ২০২৩। আজকে আমি আপনাদের আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি এই পোস্টটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন তাহলে আজকের বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশী টাকার রেট কত তা সঠিকভাবে জানতে পারবেন।

আমাদের প্রবাসী সার্কেল ওয়েবসাইটে প্রতিদিন বিভিন্ন দেশের টাকা অনেক সম্পর্কে নিয়মিত আপডেট দেয়া হয় । যদি আপনারা প্রতিদিন এসব আপডেট পেতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইটের ভিজি করতে ভুল বললেন না। চলুন তাহলে আজকে এই পোষ্টের মাধ্যমে কি কি বিষয় জানতে পারবো তা এক নজরে দেখে নিই।

আমেরিকা টাকার রেট বাংলাদেশ

আমেরিকা মুদ্রার নাম

পৃথিবীর বিভিন্ন দেশের তাদের আর্থি লেনদেন করার জন্য নিজস্ব মুদ্রা প্রচলিত রয়েছে। যেমন বাংলাদেশের মুদ্রাকে আমরা টাকা বলি ঠিক তেমনি আমেরিকা মুদ্রার নাম হচ্ছে ডলার। আমেরিকা মুদ্রা ডলার সারাবিশ্বে একক আধিপত্য বিস্তার করে চলেছে। ডলার বাংলাদেশি টাকার চেয়ে কয়েকগুন দাম বেশি। আন্তজার্তিক সমস্ত লেনদেন ডলারের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে এক কথায় ডলার ছাড়া সারা বিশ্ব অচল।

যদি আপনি আমেরিকা প্রবাসী হন বা আমেরিকায় বসবাস করেন,আপনার মাসিক আয় যদি ১০০০ ডলার বেতন পান তাহলে বাংলাদেশি টাকায় যার মূল্য ১২,০০০ হাজার টাকার উপরে আয় করতে পারবেন। সারা বিশ্ব আমেরিকা ডলার ব্যবহার করে থাকে। বন্ধুরা আজকের আমেরিকার ১ ডলার বাংলাদেশের কত টাকা হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

কারেন্সি ক্যালকুরেটর ব্যবহার

আজকে আমরা কারেন্সি ক্যালকুলেটর ব্যবহার করে আমেরিকার ডলার রেট জানবো। আমেরিকাসহ বিভিন্ন দেশের টাকার মান জানার অনেক পদ্ধতি রয়েছে। কেউ গুগলে চার্জ করে জেনে নেয়,কেউ সরাসরি ব্যাংকে গিয়ে জেনে আসে,অনেকে আবার গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে টাকার মান জানার জন্য। আজ আমি আপনাদের সহচেয়ে সহজ পদ্ধতি কারেন্সি ক্যালকুরেটর করে টাকার মান সম্পর্কে জানাবো। চলুন জেনে নিই-

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আশাকরি উপরের ছবিতে দেখতে পাচ্ছেন । এখানে কারেন্সি ক্যালকুরেটর ব্যবহার করে আজকের আমেরিকা টাকার রেট বাংলাদেশ টাকার মান কত টা দেখানো হয়েছে। এটি ব্যবহার করা খুবি সহজ। আপনারা প্রথমে গুগলে যাবেন সেখানে currency calculator লিখে চার্জ করুন। দেখবেন একেবারে চার্জের প্রথম রেজাল্টে চলে এসেছে। সেখান থেকে আপনি একসাথে বিভিন্ন দেশের মুদ্রার মান খুব সহজে বের করে নিতে পারবেন। তার জন্য আপনাকে কোন দেশের টাকার মান জানতে চাচ্ছেন সেই দেশের নাম সিলেক্ট করে দিবেন। তারপর নিচের স্থানে Bangladeshi Taka সিলেক্ট করে দিবেন। এবার এন্টার দিলে নিচের টাকার মান বেরিয়ে আসবে।

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা ?

আজকের আমেরিকার ১ ডলার সমান বাংলাদেশের ১০৭.৩৫ টাকা ।
আপনারা সবাই জানেন, এই টাকার পরিমান মূল্য প্রতিনিয়ত উঠানামা করে। একেক সময় একেক রকম দাম হয়। এই মুদ্রার মান হঠাৎ করে অনেক সময় বেড়ে যায় আবার অনেক সময় কমে যায়। তবে খুব একটা কম/বেশি হয়না। প্রতিনিয়ত এই টাকার মান উনিশ-বিশ হয়ে থাকে।

আমেরিকা টাকার রেট ?

আজকের আমেরিকা ডলার রেট সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো আমেরিকা ডলার বিভিন্ন মুদ্রা রয়েছে,সেগুলো বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত টাকা হবে চলুন তার একটি হিসাব জেনে নিই।

আমেরিকা ডলার বাংলাদেশি টাকা
১ ডলার   ১০৭.৩৫ টাকা 
 ৫  ডলার   ৫১৬.৭৫ টাকা 
১০ ডলার  ১০৩৩.৫ টাকা 
২০ ডলার  ২০৬৭ টাকা 
৫০ ডলার  ৫,১৬৭.৫ টাকা 
১০০ ডলার   ১০,৩৩৫ টাকা 
১০০০ ডলার  ১০৩,৩৫০ টাকা 

উপরের চকে সর্বশেষ আপডেট অনুযায়ী আজকের আমেরিকা ডলার রেট দেওয়া হল। বিভিন্ন মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করলে কত টাকা আসে সেটি নিশ্চই আপনারা জানতে পেরেছেন। এই পেজে আপনার প্রতিদিন এভাবে নিয়মিত জানতে পারবেন।

বিভিন্ন দেশের মুদ্রার মান

পৃথিবীর বিভিন্ন দেশের বসবাসরত প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার্থে আমাদের এই ওয়েবসাইটে টাকার মান নিয়ে নিয়মিত আপডেট দিয়ে থাকি। তারই ধারাবাহিকতার আজকের এই পোষ্ট। প্রবাসী ভাইয়েরা প্রতিনিয়ত সকল দেশের আসল বিনিময় জেনে টাকা পাঠাতে পারে। এখানে বিভিন্ন বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করলে কত আসে তা সঠিক নির্ভূল তথ্য নিয়মিত তুরে ধরা হয়। চলুন পাঠক,আজকের বিভিন্ন দেশের মুদ্রার মান সম্পর্কে জেনে নিই।

সর্বশেষ আপডেট : ২৯-০৫-২০২৩ ( সকাল ১০ টা ৫০ মিনিট )

দেশ ও মুদ্রার নাম  বাংলাদেশি টাকা
ইউরোপের ১ ইউরো  ১১৫ টাকা ২৭ পয়সা। 
লন্ডন ১ পাউন্ড  ১৩২ টাকা ৬৯ পয়সা। 
ভারতীয় ১ রুপি  ১ টাকা ৩ পয়সা। 
 আমেরিকান ১ ডলার  ১০৭ টাকা ৩৫ পয়সা। 
ব্রুনাই ১ ডলার  ৭৯ টাকা ৩৭ পয়সা। 
ব্রাজিল ১ রিয়েল  ২১ টাকা ৪৯ পয়সা। 
কাতার ১ রিয়াল  ২৯ টাকা ৪৮ পয়সা। 
ওমান ১ রিয়াল  ২৭৯ টাকা ১৯ পয়সা। 
 সৌদি ১ রিয়াল ২৮ টাকা ৬২ পয়সা। 
কুয়েত ১ দিনার  ৩৪৮ টাকা ৯৯ পয়সা। 
চীন ১ ইউয়ান  ১৫ টাকা ১৮ পয়সা। 
মালয়েশিয়া ১ রিংগিট  ২৩ টাকা ৩২ পয়সা। 
বাহরাইন ১ দিনার  ২৮৪ টাকা ৭৭ পয়সা। 
 সিঙ্গাপুর ১ ডলার  ৭৯ টাকা ৩৯ পয়সা। 
দুবাই ১ দিরহাম  ২৯ টাকা ২৩ পয়সা। 

এই ছিলো আজকের বৈদেশিক টাকার রেট। তবে এটি শুধু টাকা পাঠানোর ক্ষেত্রে। এটি বিভিন্ন দেশের প্রবাসীদের শুধুমাত্র টাকা পাঠাপনোর ক্ষেত্রে প্রযোজ্য। যদি মুদ্রা ক্রয় করতে চান তাহলে মান পরিবর্তন হবে।

সচরাচর জিজ্ঞাসা

প্রশ্ন-১: আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা ?

উত্তর : আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী আমেরিকা ১ ডলার = ১০৭.৩৫ বাংলাদেশি টাকা।

প্রশ্ন-২: আমেরিকার মাথাপিছু আয় কত ?

উত্তর : বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ আমেরিকা মাথাপিছু আয় ৫৯,৫০০ ডলার। বিশ্বের মধ্যে রয়েছে ১২ তম স্থানে।

প্রশ্ন-২: আমেরিকার রাজধানীর নাম কি

উত্তর : আমেরিকার রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি।

প্রশ্ন-৩: আমেরিকার সর্বনিম্ন বেতন কত ?

উত্তর : এটা নিদিষ্ট করে বলা সম্ভব নয়। তবে সর্বনিম্ন বেতন ধরা হয় ৭০০ ডলার যা বাংলাদেশির টাকায় ৭৪,৯১৪ টাকা প্রায়।

প্রশ্ন- ৪ : আমেরিকার জনক কে ?

উত্তর : আমেরিকার জনক জর্জ ওয়াশিংটন । তিনি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট।

প্রশ্ন-৫: আমেরিকা টাকার নাম কি ?

উত্তর : আমেরিকা টাকার নাম আমেরিকান ডলার !

প্রশ্ন-৬: আমেরিকার ১ ডলার বাংলাদেশের কত টাকা ?

উত্তর : আমেরিকা ১ ডলার বাংলাদেশের ১০৭.৩৫ টাকা।

প্রশ্ন-৭: আমেরিকা ১০ ডলার বাংলাদেশের কত টাকা ?

উত্তর : আমেরিকা ১০ ডলার বাংলাদেশের ১,০৭০.৩ টাকা।

প্রশ্ন-৯: ১০০ আমেরিকান ডলার সমান কত টাকা ?

উত্তর : ১০০ আমেরিকা ডলার সমান বাংলাদেশি টাকায় ১০,৭০২ টাকা।

প্রশ্ন-৯: ১০০০ আমেরিকান ডলার সমান বাংলাদেশের কত টাকা?

উত্তর : ১০০০ আমেরিকা ডরার সমান বাংলাদেশের ১,০৭,০২০ টাকা।

প্রিয় পাঠক,আপনারা আজকের আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা জেনে গেছেন। বিশেষ করে আমেরিকা প্রবাসী ভাইদের জন্য এই পোষ্টটি দারুন উপকারে আসবে। অনেক প্রবাসী ভাই দেশে টাকা পাঠাতে নানা ঝামেলা পোহাতে হয়,তারা অনেকে আসল সঠিক টাকার মান সম্পর্কে জানেন না। কারনে যে সময়ে টাকার রেট বেশি থাকবে সেই সময়ে টাকা পাঠাতে পারলে একটু বেশি টাকা পাওয়া যায়। হাজার ফোঁটা ঘামে কষ্টে উপার্জিত টাকা কিছুটা হলেও যেন একটু বাড়তি পায়।

Related Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2024 Widedetails - All Rights Reserved